সিগন্যালে দাঁড়ানো একাধিক স্কুটিতে ধাক্কা অ্যাম্বুল্যান্সের, বেঙ্গালুরুর পথে প্রাণ গেল দম্পতির
প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর পথে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ বাঁচানোর যান অ্যাম্বুল্যান্সেই প্রাণ গেল দু’জনের। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা একাধিক বাইকে ধাক্কা দেয় অ্যাম্বুল্যান্সটি। তাতেই মৃত্যু হয়েছে একটি বাইকে থাকা দম্পতির।
পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুর রিচমন্ড সার্কলে এই দুর্ঘটনা ঘটে শনিবার রাতে ১১টা নাগাদ। ট্রাফিক স্বাভাবিক ছিল সিগন্যালে। সবুজ আলোর অপেক্ষায় ছিল বেশ কয়েকটি দুই চাকার গাড়ি। তখনই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাইকে ধাক্কা মারে ‘ঘাতক’ অ্যাম্বুল্যান্স। শেষ পর্যন্ত পুলিশ আউটপোস্টে ধাক্কা মারে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। ততক্ষণে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় আহত ও রক্তাক্ত হয়েছেন একাধিক বাইক চালক। এমনকী একটি বাইককে ছেঁচড়ে নিয়ে যায় সেটি। গুরুতর আহত হন ৪০ বছরের ইসমাইল এবং তাঁর স্ত্রী সামিন বানু। ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা।
বেঙ্গালুরুর রিচমন্ড সার্কলের দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পাশাপাশি দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ওই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটায় অ্যাম্বুলেন্স ঘিরে রেখে প্রতিবাদ দেখান স্থানীয়রা। পুলিশ স্থানীয়দের আস্বস্ত করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।