লখনউয়ে পালিত দিল্লি প্রতিষ্ঠা দিবস, বর্ণাঢ্য অনুষ্ঠানে ঐক্য ও সংস্কৃতির সুচারু মেলবন্ধন
প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: শনিবার ছিল ‘দিল্লি প্রতিষ্ঠা দিবস’। আর সেই উপলক্ষে লখনউয়ে বাবাসাহেব ড. ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল বর্ণাঢ্য অনুষ্ঠানের। অনুষ্ঠানটিতে ঐক্য ও সংস্কৃতি এক অনন্য মেলবন্ধন ঘটেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএএস অফিসার বিশাল সিং। তিনি উত্তরপ্রদেশের তথ্য ও জনসংযোগ বিভাগের কর্তা। তিনি এদিন বলেন, ”ভারতীয় গণতান্ত্রিক কাঠামোর সবচেয়ে বড় শক্তি হল যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যা আমাদের সকলের বোঝা উচিত।”
বলে রাখা ভালো, প্রতিটি রাজ্যের প্রতিষ্ঠা দিবসই পালিত হয় উত্তরপ্রদেশে। সেভাবেই এদিন দিল্লির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশাল সিং বলেন, ”আজ, আমরা সকলেই উত্তর প্রদেশে দিল্লি রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি। যা কেবল একটি রাজ্যের উদযাপন নয়। বরং বিভিন্ন রাজ্য ও সংস্কৃতির মধ্যে সহযোগিতা, অংশগ্রহণ এবং ঐক্যের প্রতীক। এই দিনটি আমাদের এই বার্তাই দেয় যে ভারতের মতো বিরাট দেশের শক্তি তার বৈচিত্র্যের মধ্যে নিহিত রয়েছে।”
সেই সঙ্গেই তিনি বলেন, ”শিক্ষার্থীদের ড. ভীমরাও আম্বেদকরের চিন্তাভাবনা এবং আদর্শ গভীরভাবে বুঝতে হবে। কারণ বাবাসাহেব এমন এক ভারতের স্বপ্ন দেখেছিলেন যেখানে সমস্ত নাগরিক সাম্য, ভ্রাতৃত্ব এবং ন্যায়বিচারের নীতির উপর নির্ভর করেই অগ্রগতি লাভ করবে।”
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লখনউয়ের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগারকেন রিসার্চ’-এর এগজিকিউটিভ ডিরেক্টর। শিক্ষা সংক্রান্ত বিভাগের ডিন এস. ভিক্টর বাবু, প্রক্টর অধ্যাপক রাম চন্দ্র, ডিএসডব্লিউ অধ্যাপক নরেন্দ্র কুমার প্রমুখ।