সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা বাহিনীর কৃতিত্বে গর্বিত গোটা দেশ, কিন্তু কংগ্রেস এবং তাদের জোটসঙ্গী রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) এই সাফল্য পছন্দ হয়নি। বিহারে ভোটের প্রচারে গিয়ে এই ভাষাতেই কংগ্রেস ও আরজেডিকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন বিহারের আরায় ছিল বিজেপির সভা। সেখানে ফের গান্ধী পরিবারকে আক্রমণ করেন মোদি। তিনি বলেন, “বোমা পড়েছিল পাকিস্তানে, ঘুম ছুটেছিল কংগ্রেস রাজপরিবারের। পাকিস্তান এবং কংগ্রেসের নামদাররা এখনও অপারেশন সিঁদুরের ধাক্কা সামলে উঠতে পারেননি।”
বিরোধী জোটের আসনরফা নিয়ে দ্বন্দ্বকেও কটাক্ষ করতে ছাড়েননি মোদি। তিনি বলেন, “এনডিএ জোট যখন বিকশিত ভারতের সংকল্প নিয়েছে, অন্যদিকে তখন কংগ্রেস এবং আরজেডি হাতাহাতি করছে।” ‘ভেতরের গল্প’ শেয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, “মনোনয়ন প্রত্যাহারের সময়সীমার একদিন আগে বিহারে বন্ধ দরজার আড়ালে গুন্ডামির খেলা চলছিল।” আরও বলেন, “আরজেডি কোনও নেতাকেই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতে চায়নি কংগ্রেস, কিন্তু আরজেডিও এই সুযোগ হাতছাড়া করেনি। তারা মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করতে বাধ্য করেছে।”
মোদির বক্তব্য, যারা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত তাদের দ্বারা বিহারের উন্নয়নের জন্য কাজ করা সম্ভব নয়। তাঁর আরও দাবি, লালুপ্রসাদ যাদবের আমলের ‘জঙ্গলরাজ’ থেকে বিহার মুক্ত হয়েছে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ জোটের আমলে। তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তা কংগ্রেস-আরজেডি। মোদির গ্যারান্টি, ‘একমাত্র এনডিএ-ই বিহারে বিনিয়োগ এবং কর্মসংস্থান আনার ক্ষমতা রাখে।’