বেঙ্গালুরুতে তরুণীর রহস্যমৃত্যু! ভাড়াবাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ
প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর গায়েত্রী নগরে এক তরুণীর রহস্যমৃত্যু। বন্ধ ঘর থেকে উদ্ধার হল পচাগলা ঝুলন্ত দেহ। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর পঁচিশের ওই তরুণী কর্নাটকের দাভাঙ্গেরের বাসিন্দা ছিলেন। চাকরি সূত্রে গত দেড় বছর আগে তিনি বেঙ্গালুরুতে আসেন। শহরে একটি ভাড়াবাড়িতে একাই বসবাস করতেন তিনি। অভিযোগ, বিগত কয়েকদিন ধরে তরুণীর পরিবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারেনি। এরপরই তাদের সন্দেহ হয়। তখন তারা বাড়ির মালিককে ফোন করে। তিনি ওই তরুণীকে ডাকতে গেলে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। একাধিকবার ডাকাডাকি করেও তাঁর কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ। এরপর তিনি অন্য একটি চাবি দিয়ে দরজা খুলেতেই তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন তরুণী একা থাকছিলেন এবং অবসাদে ভুগছিলেন। এর ফলেই তিনি আত্মঘাতী হয়েছেন। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই সব তথ্য দেওয়া সম্ভব হবে। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।