সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুক্ষণ আগে পর্যন্ত চেন্নাইয়ের সমুদ্র সৈকতের সফেন ঢেউয়ের সঙ্গে খেলছিলেন চার জন উচ্ছল তরুণী। কিন্তু রাক্ষুসে ঢেউ মুহূর্তে বদলে ফেলল পরিবেশ। নির্জন সৈকতে স্নান করতে নেমে সমুদ্রে ডুবে মৃত্যু হল ওই চার তরুণীর। তাঁদের মধ্যে একজন শ্রীলঙ্কান শরণার্থী বলেও জানা গিয়েছে।
চার তরুণী এন্নোর সমুদ্র সৈকতের একটি নির্জন অংশে একসঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন। চার জনই সমুদ্রস্নানের মজা নিচ্ছিলেন। কিন্তু আচমকা একটি রাক্ষুসে ঢেউ আছড়ে পড়ে ওই সৈকতে। তাতেই ভেসে যাচ্ছিলেন শালিনী। তখন তাঁকে বাঁচানোর চেষ্টা করেন গায়ত্রী, ভবানী এবং দেবকী। যদিও চার জনকেই বিরাট ঢেউ ভাসিয়ে নিয়ে যায়। সমুদ্রের নির্জন অংশে এই দুর্ঘটনা ঘটায় কেউ সাহায্য করতে পারেনি। পরে স্থানীয় মৎস্যজীবীরা তরুণীদের দেহ উদ্ধার করেন। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত তরুণীদের নাম শালিনী (১৭), গায়েত্রী (১৮), ভবানী (১৯) এবং দেবকী (২৯)। এদের মধ্যে দেবকীর ঠিকানা হল শ্রীলঙ্কান শরণার্থী শিবির। চার জন তরুণীই গুম্মিদিপুনির একটি কাপড়ের দোকানের কর্মী বলেও জানা গিয়েছে। পুলিশ একটি মামলা রুজুর করে ঘটনার তদন্ত করছে।