নৌকা থেকে সটান ঝাঁপ, ভোটের টানে বিহারের জাতপাতের ঘোলাজলে মাছ ধরছেন রাহুল!
প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই ব্যতিক্রমী তিনি। বিহারে নির্বাচনের প্রচারে গিয়ে চেনা ছকের বাইরে ফের একবার নতুন রূপে ধরা দিলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নৌকাবিলাসের মাঝেই সকলকে চমকে দিয়ে ঝাঁপ দিলেন পুকুরে। ধরলেন মাছও। তাঁর দেখাদেখি জলে ঝাঁপ দিলেন বাকিরাও। রাহুলের এমন ভোটপ্রচার নজর কাড়লেও রাজনৈতিক মহলের দাবি, আসলে ভোটের বিহারে জাতপাতের ঘোলাজলে মাছই ধরতে নেমেছেন রাহুলরা।
রবিবার বিহারের বেগুসরাইয়ে ভোট প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন মহাজোটের উপমুখ্যমন্ত্রী মুখ মুকেশ সাহানি, কানহাইয়া কুমারের মতো নেতৃত্বরা। প্রচারের মাঝেই রাস্তার পাশে এক পুকুরে মাছ ধরা চলছে দেখে নেমে পড়েন রাহুল। নৌকায় উঠে দেখতে থাকেন মাছধরা পর্ব। এই পর্যায়েই একসময় নৌকা থেকে লাফিয়ে জলে নেমে পড়েন তিনি। তাঁর দেখাদেখি জলে নামেন মুকেশ সাহানি, কানহাইয়া কুমাররা। এই কাণ্ড দেখে পুকুরে ঝাঁপ দেন রাহুলের নিরাপত্তারক্ষীরাও। স্থানীয়দের সঙ্গে ভিড়ে জাল টেনে ডাঙায় তোলা হয়। রাহুলও হাত লাগান সেই কাজে। সকলের সঙ্গে মিলে মাছ কুড়োতেও দেখা যায় রাহুল কানহাইয়াদের। রাহুলের সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
এদিকে ভোটপ্রচারে রাহুলের এই মাঝধরা দেখে সোশাল মিডিয়ায় কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এখানে মাছধরা কম, বরং রাজনীতি বেশি।’ কেউ আবার লিখেছেন, ‘এই নাটক ভোট বাক্সে খুব একটা কাজে আসবে না।’ এদিকে রাজনৈতিক মহলের মতে, বিহার রাজনীতিতে আসলে জাতপাতের রাজনীতির ঘোলাজলে মাছ ধরছেন রাহুল।
বিহারে এবার ৬১ আসনে লড়ছে কংগ্রেস। সব মিলিয়ে বামেরা লড়ছে ৩০ আসনে। অন্যদিকে মাত্র ১৫ আসনে লড়া ভিআইপি প্রধান মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে বিরোধী জোট। এখানেই উঠে এসেছে বিহারে জাতপাতের রাজনীতির কঠিন অঙ্ক। মুকেশ নিজে মল্লা জাতির। মল্লা, সাহানি, নিষাদ ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা রয়েছে। বিহারে এই জনগোষ্ঠীর ভোট ৯ শতাংশ। এমনিতে বলা হয়, বিহারে আরজেডি-কংগ্রেসের হাতে মোটামুটি ৩০ শতাংশ ভোট রয়েছে। কিন্তু বিহার দখল করতে গেলে আরও একটি জনগোষ্ঠীর সমর্থন প্রয়োজন। সেজন্যই মুকেশ সাহানিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন রাহুলরা। বেগুসরাইয়েও চলছে সেই জাতপাতের ভোটের অঙ্ক। একটা সময়ে এনডিএতে থাকা মুকেশকে সঙ্গে নিয়েই বিহারের ঘোলা জলে ঝাঁপ দিলেন রাহুল।