• বাঁকুড়ায় মামাকে লাঠিপেটা করে খুন ভাগ্নের! অভিযুক্তের খোঁজে পুলিশ
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • টিটুন মল্লিক, বাঁকুড়া: ভাগ্নের হাতে খুন মামা! লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে খুনের অভিযোগ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বচসার জেরেই এই কাণ্ড ঘটিয়েছে যুবক। তবে কী কারণে বচসা তা জানা যায়নি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া বড়জোড়া থানা এলাকায়। অভিযুক্ত পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুভাষ বাউরি। তিনি বড়জোড়া থানার হাটআসুড়িয়ার মদনহাটি গ্রামের বাসিন্দা। তাঁর ভাগ্নে বিক্রম বাউরি মামার সঙ্গেই থাকতেন। মাসখানেক আগে সুভাষবাবুর স্ত্রী পারিবারিক ঝামেলার কারণে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। বাড়িতে থাকছিলেন মামা ও ভাগ্নে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অক্টোবর তাঁদের মধ্যে বচসা বাঁধে। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ সেই সময় মামার উপর লাঠি নিয়ে চড়াও হন বিক্রম। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। সুভাষবাবুকে উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়। 

    মৃতের স্ত্রী জয়ন্তীদেবী অভিযোগ জানিয়েছেন বিক্রম তাঁর স্বামীকে খুন করেছেন। তাঁর অভিযোগ, “অনেকদিন ধরেই ওদের মধ্যে অশান্তি চলছিল। স্বামীকে খুন করেছে বিক্রম।” গ্রামের এক বাসিন্দা গৌরী বাউরি বলেন, “রক্তের সম্পর্কেই যদি এমন অমানবিকতা হয়, তাহলে মানুষ কোথায় ভরসা করবে।” বড়জোড়া থানার এক পুলিশ আধিকারিক জানান, “মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বিক্রম বাউরির বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্ত পলাতক। খোঁজে তল্লাশি চলছে।”
  • Link to this news (প্রতিদিন)