• এসআইআর আতঙ্কে অনুপ্রবেশকারীরা! তিনদিনে বসিরহাট সীমান্তে গ্রেপ্তার প্রায় শ’খানেক বাংলাদেশি
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • গোবিন্দ রায়, বসিরহাট: ফের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার সময় গ্রেপ্তার বিপুল সংখ্যায় অনুপ্রবেশকারী। এসআইআর শুরু হচ্ছে বাংলায়। এসআইআর ইস্যুতে বিভিন্ন মহলে চর্চাও শুরু হয়েছে। বহু মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে খবর। গত দু’দিনে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৫৬ জন অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। এবার ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকড়াও হল বলে খবর। এসআইআর ঘোষণার পরেই কি বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক কষছে অনুপ্রবেশকারীরা? সেই প্রশ্ন উঠেছে।

    অন্যান্য জায়গার মতো বসিরহাটের সীমান্ত এলাকাতেও বিএসএফ জওয়ানরা কড়া নজরদারি চালাচ্ছেন। ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্ত এলাকার ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা গতকাল, শনিবার রাতেও একইভাবে নজরদারি চালাচ্ছিলেন। সেসময় দেখা যায়, একদল নারী-পুরুষ-শিশু সীমান্ত লাগোয়া এলাকায় ঘোরাঘুরি করছেন। তাঁদের দেখে সন্দেহ হয় জওয়ানদের। তাঁদের কাছে গিয়ে জওয়ানরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। কথাতে একাধিক অসঙ্গতি দেখা যায়। তাঁদের কাছে ভারতের কোনও বৈধ কাগজপত্রও ছিল না।

    চাপ দিতেই জানা যায়, অনেক আগে তাঁরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে এসেছিল। দেশের বিভিন্ন জায়গায় থেকে কাজকর্ম করছিল। এসআইআর আবহে তাঁরা বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করছিল। রাতের অন্ধকারে সীমান্ত পেরনোর চেষ্টা হচ্ছিল। সেসময়ই তাদের পাকড়াও করা হয়। ওই দলে ৫ শিশুও রয়েছে বলে খবর। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ, রবিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। এসআইআর আবহে বহু অনুপ্রবেশকারী বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করবে। এমনই মনে করছে পুলিশ-বিএসএফ।
  • Link to this news (প্রতিদিন)