পুলিশকে জুতোপেটার নিদান দিয়ে বিতর্কে হিন্দু জাগরণ মঞ্চের নেতা! ‘অসভ্য-বর্বরের দল’ বলে তোপ তৃণমূলের
প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
রাজ কুমার, আলিপুরদুয়ার: পুলিশকে জুতোপেটার নিদান দিয়ে বিতর্কে হিন্দু জাগরন মঞ্চের নেতা। ইতিমধ্যে বাংলায় লাগু হয়েছে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন। যা নিয়ে বাংলাজুড়ে উদ্বেগ এবং আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। সিএএ ক্যাম্পে নাম তোলার হিড়িক। এই অবস্থায় আজ রবিবার আলিপুরদুয়ার শহরের বীরপাড়াতে সিএএর অধীনে নাগরিকত্বের আবেদন জানাতে বিশেষ সাহায্য কেন্দ্র খোলা হয়েছে। সেখান থেকেই হিন্দু জাগরন মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সংগঠন সম্পাদক সঞ্জয় মণ্ডল প্রকাশ্যে পুলিশকে জুতো মারার নিদান দেন।
এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। পালটা হিন্দু জাগরন মঞ্চের নেতাকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। অসভ্য-বর্বরের দল বলে তোপ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাষ্কর মজুমদারের।
এদিন সঞ্জয় মণ্ডল বলেন, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এসেছেন তাঁদের পুলিশ সুরক্ষা দেওয়ার কথা। কিন্তু নানাভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ হিন্দু জাগরন মঞ্চের নেতার। তাঁর কথায়, ”ওপার বাংলা থেকে আসা হিন্দুদের কোনওভাবেই হেনস্তা করা যাবে না। আইনেই এই বিষয়ে বলা রয়েছে।” এরপরেও পুলিশ তাঁদের হেনস্তা করছে বলে অভিযোগ সঞ্জয় মণ্ডলের। আর সেই প্রসঙ্গ টেনেই তাঁর হুঁশিয়ারি, ”যে সমস্ত নেতা এবং পুলিশ হেনস্তা করছে তাঁদেরকে জুতো পেটা করুন। তাঁরা রোহিঙ্গাদের দেখতে পাচ্ছে না।” এই বিষয়ে রাজ্য সরকারকেও আক্রমণ শানান হিন্দু জাগরণ মঞ্চের ওই নেতা।
আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাষ্কর মজুমদার বলেন, ”ন্যাক্করজনক ঘটনা। ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এসআইআর করার ফলে বিজেপির আসন সংখ্যা কমে ৫০ এর নিচে নেমে যাবে।” আর সেই কারণে দিশাহারা হয়েই এহেন আচরণ করছে বলে তোপ তৃণমূল নেতার। এই প্রসঙ্গে সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার প্রসঙ্গও টানেন ভাষ্কর মজুমদার। বলেন, ”কু-কথায় বিজেপি এবং হিন্দু জাগরন মঞ্চের মতো সংগঠনগুলি নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় নেমেছে।”
বলে রাখা প্রয়োজন, ত্রাণ বণ্টন নিয়ে মাদারিহাটের বিডিওর সঙ্গে বচসায় জড়ান বিজেপি নেতা মনোজ টিগ্গা। একেবারে আঙুল উঁচিয়ে, টেবিল চাপড়ে বিডিওর সঙ্গে হম্বিতম্বি করতে দেখা যায় তাঁকে। বিডিও দপ্তরে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার ‘দাদাগিরি’র ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। যা নিয়ে নানামহলে উঠেছে সমালোচনার ঝড়।