• মদ্যপ অবস্থায় নিত্য অশান্তি দম্পতির! ঝগড়ার মাঝে স্ত্রীকে কুপিয়ে ‘খুন’ স্বামীর
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: মদ্যপ অবস্থায় অশান্তির জের। নেশার ঘোরে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার মলম অঞ্চলের বাইশাশোল গ্রামে। কিন্তু ঠিক কী হয়েছিল দম্পতির মধ্যে, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃতার নাম সারথি ভক্তা। স্বামী মন্টু ভক্তর সঙ্গে বাইশাশোল গ্রামের বাড়িতেই থাকতেন তিনি। প্রায়শই নাকি অশান্তি লেগেই থাকত তাঁদের মধ্যে। শনিবার রাতে দম্পতির মধ্যে বচসা চরমে ওঠে। অভিযোগ, এক পর্যায়ে রাগে মন্টু কুড়ুল নিয়ে তেড়ে যায় স্ত্রীর দিকে। এলোপাথাড়ি কোপাতে থাকে সারথিকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা। চিৎকার শুনে ছুটে যান স্থানীয়রা। তাঁরাই বধূকে উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

    অভিযোগ পেয়েই নয়াগ্রাম থানার পুলিশ মৃতার স্বামীকে গ্রেপ্তার করে। এদিন ধৃত ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দম্পতি প্রায়ই মদ্যপ অবস্থায় নিজের মধ্যে ঝগড়া অশান্তি করতেন। ঘটনার দিনও পারিবারিক কোনও সমস্যা নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। অশান্তির মধ্যে স্বামী ধরালো অস্ত্র দিয়ে স্ত্রীকে মাথায় ও গলায় আঘাত করেন। এই বিষয়ে গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ বলেন, “মদ্যপ অবস্থায় ছিলেন তারা। পারিবারিক কোনওকিছু নিয়ে ঝামেলা হয়েছিল। তখন স্বামী ধরালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করে। আমরা অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছি।”
  • Link to this news (প্রতিদিন)