• এসআইআর আতঙ্ক! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার হিড়িক ইলামবাজারে
    প্রতিদিন | ০২ নভেম্বর ২০২৫
  • দেব গোস্বামী, বোলপুর: বাংলায় এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে আতঙ্কের ছবি জনমানসে। নাম বাদ পড়বে না তো? তা নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। আর এহেন আতঙ্ক এবং উদ্বেগের মধ্যেই ব্যাঙ্কে জমানো সমস্ত টাকা তুলে নিচ্ছেন বীরভূমের ইলামবাজারের আশেপাশের বহু মানুষ। সকাল হলেই ব্যাঙ্কের সামনে লম্বা ভিড়। একপ্রকার হুড়োহুড়ি করেই টাকা তুলছেন তাঁরা। তাঁদের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে। আর সেই আতঙ্কেই সমস্ত সঞ্চয় ব্যাঙ্ক থেকে তুলে নিচ্ছেন তাঁরা

    জানা গিয়েছে, শুধু একটি নির্দিষ্ট এলাকায় এমন ঘটনা ঘটছে তা নয়। ইলামবাজার থানার অন্তর্গত লেলেগড় এলাকা সংলগ্ন বাধপাড়া, নিচুপাড়া এবং আশপাশের গ্রামগুলিতে ক্রমশ ছড়িয়ে পড়েছে এসআইআর আতঙ্ক। সময়ের সঙ্গে বাড়ছে উদ্বেগ। আর সেই আতঙ্ক এবং উদ্বেগ থেকে পরিবারের যাঁদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁরা দ্রুত সেই টাকা তুলে নিচ্ছেন। স্থানীয়দের বক্তব্য, পাছে নাম বাদ যায় সেই শঙ্কা থেকেই টাকা তুলে নিচ্ছেন তাঁরা। তাঁদের আরও দাবি, ভবিষ্যতের কথা মাথায় রেখেই সামান্য যে সঞ্চয় রয়েছে তা তুলে নেওয়াই নিরাপদ।

    এই সমস্ত এলাকার বহু মানুষ পূর্ববঙ্গ থেকে বহু বছর আগে চলে এসে সেখানে বসবাস শুরু করেন। রয়েছে ভোটার কার্ড-সহ সমস্ত নথি। বিভিন্ন নির্বাচনেও ভোটও দিয়েছেন বাধপাড়া, নিচুপাড়া এবং আশপাশের গ্রামগুলির মানুষজন। কিন্তু আদৌও ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে? সে বিষয়ে এখনও নিশ্চিত নয় স্থানীয় মানুষজন। আর তা নিয়েই ক্রমশ বাড়ছে আতঙ্ক-উদ্বেগ। আর সেই আতঙ্ক থেকে ব্যাঙ্কে জমানো টাকা তুলে নেওয়ার হিড়িক। একে অপরকে টাকা তুলতে দেখে আতঙ্ক আরও বেড়ে গিয়েছে । এই অবস্থায় ইতিমধ্যে প্রশাসনের তরফে স্থানীয় মানুষজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

    তবে আশ্বাস দেওয়া হলেও কাজ হচ্ছে না বলে দাবি প্রশাসনের তরফে। রেললাইন লাগোয়া লেলেগড়ের ব্যাঙ্ক শাখাগুলিতে দেখা যাচ্ছে গ্রাহকদের লম্বা লাইন।
  • Link to this news (প্রতিদিন)