• রেল লাইনের উপরে খেলতে গিয়ে বিপত্তি, ট্রেনের ধাক্কায় মৃত্যু তিন শিশুর
    এই সময় | ০২ নভেম্বর ২০২৫
  • রেললাইনে বসে খেলা এবং গল্প করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন নাবালকের। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর একটা নাগাদ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা নতুন শিবনগর এলাকায়। ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন আরও এক নাবালক। গুরুতর আহত অবস্থায় বর্তমানে সে সুতি থানা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। মৃত তিন নাবালকের নাম জিসান শেখ (৭), রিয়াত শেখ (৬ )এবং আরিয়ান শেখ (৭)। এদের মধ্যে জিসান এবং রিয়াতের বাড়ি সুতি থানার অন্তর্গত মেদিপুর গ্রামে এবং আরিয়ান শেখের বাড়ি সামশেরগঞ্জ থানার নতুন শিবনগর গ্রামে। মুবারক শেখ নামে বছর আটকের এক নাবালক আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে তার নীচেই রেলের একটি আন্ডারপাস রয়েছে। সেখানে প্রত্যেকদিন বেশ কিছু শিশু খেলা করে। কিন্তু গত কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে ওই আন্ডারপাসটি বর্তমানে জলমগ্ন অবস্থায় রয়েছে। সূত্রের খবর, সেই কারণে বেশ কিছু শিশু আজ রেল লাইনের উপরেই খেলা করছিল।

    নিমতিতা পঞ্চায়েতের সদস্য মহিবুর ইসলাম বলেন, ‘রবিবার দুপুর পৌনে একটা নাগাদ কয়েকজন শিশু যখন রেললাইনের উপর খেলা করছিল। সেই সময়ে একটি মালগাড়ি ওই লাইন দিয়ে যাচ্ছিল। মালগাড়িটি দেখে শিশুরা ওই লাইন থেকে সরে পাশের লাইনে গিয়ে দাঁড়ায়। ঠিক সেই সময়ে দ্রুত গতিতে কামাখ্যা এক্সপ্রেস ট্রেন ওই লাইন ধরে মালদার দিকে ছুটে যাচ্ছিল। ওই শিশুরা কিছু বোঝার আগেই কামাখ্যা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনজন শিশুর ঘটনাস্থলে মৃত্যু হয়।’

    গ্রামবাসীরা অভিযোগ করেছেন, রেলের আন্ডারপাসে এই মুহূর্তে প্রায় ৭ -৮ ফুট জল রয়েছে। তার ফলে কোনও মানুষের পক্ষেই সেখান দিয়ে চলাচল করা সম্ভব নয়। সেই কারণে গ্রামবাসীরা এখন প্রাণে ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন।

    এ দিন ঘটনাস্থলে যান সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিনুল ইসলাম। রেলের অব্যবস্থার জন্যই আজ এই এই তিনজন শিশুকে অকালে প্রাণ হারাতে হলো বলে দাবি করেন তিনি। শিশুদের পরিবার সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। বিধায়ক জানান, রেলের তরফ থেকে দেওয়া প্রতিশ্রুতি যদি না পূরণ করা হয় তা হলে আগামী দিনে রেলের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। খবর পাওয়ার পরই সামশেরগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এবং জিআরপি-র কর্তারা ওই এলাকায় পৌঁছে যান। আকস্মিকভাবে তিন শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

  • Link to this news (এই সময়)