• ভয়াবহ দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি, মৃত ১৮, আহত একাধিক
    এই সময় | ০৩ নভেম্বর ২০২৫
  • রাজস্থানের যোধপুর জেলার ভারতমালা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। মন্দিরে দর্শন করে ফেরার পথে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় পুণ্যার্থীদের টেম্পো। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একাধিক পুণ্যার্থী। জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত আরও তিন জন। 

    রাজস্থানের ফালোদির পুলিশ সুপার কুন্দন কানওয়ারিয়ার জানাচ্ছেন, এই পুণ্যার্থীরা দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থিত কোলায়েত মন্দিরে গিয়েছিলেন দর্শনের জন্য। রবিবার রাতে সেখান থেকেই ফিরছিলেন তাঁরা। নিহতরা প্রত্যেকেই যোধপুরের ফালোদি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।  

    আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এর পরে তাঁদের যোধপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্রিন করিডর করে উন্নত পরিষেবা দেওয়ার জন্য। পুলিশ জানাচ্ছে, পুণ্যার্থীদের টেম্পোটির গতিবেগ অনেক বেশি ছিল। তা সজোরে ধাক্কা দেয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে। প্রবল সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় দু'টি গাড়িই। 

    ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় পুলিশ। চলে উদ্ধারকাজ। মৃতদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। পুণ্যার্থীদের টেম্পোর গতিবেগ কী বেশি ছিল? চালক কি ঘুমিয়ে পড়েছিলেন? উঠছে একগুচ্ছ প্রশ্ন। পুলিশ জানাচ্ছে, সমস্ত দিক খতিয়ে দেখা হবে। প্রাথমিকতা পাচ্ছে উদ্ধারকাজ। এই ঘটনার বিষয়ে জানার জন্য এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।

  • Link to this news (এই সময়)