• ছুটি কাটিয়ে সদ্য কাজে যোগ দিয়েছিলেন! চেন্নাইয়ে মর্মান্তিক মৃত্যু বীরভূমের পরিযায়ী শ্রমিকের
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
  • দেব গোস্বামী, বোলপুর: আবারও ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম নাসিম শেখ। চেন্নাইয়ের একটি বহুতলে কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। সেই খবর আজ রবিবার পরিবারের কাছে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা যায়, বছর ২৫ এর নাসিম শেখ লাভপুরের ধনডাঙা গ্রামের বাসিন্দা। দিন পনেরো হল ছুটি কাটিয়ে চেন্নাইয়ে সবে গিয়েছিলেন কাজে যোগ দিতে।

    পরিবার সূত্রে আরও জানা যায়, চেন্নাইয়ের একটি বহুতল ভবনে প্লাস্টারের কাজ করতে করছিলেন নাসিম। আচমকা সে নিচে পড়ে যায় বলে দাবি পরিবারের। মৃতের মামা মণিরুদ্ধীন সেখ বলেন, “সকালে তাঁর এক সহকর্মীর ফোন পাই। দুর্ঘটনায় মৃত্যুর খবর দেওয়া হয়। কীভাবে এমন ঘটনা ঘটল কিছুই বুঝে উঠতে পারছি না।” ঘটনার পুলিশ যাতে তদন্ত করে সেই আবেদন জানিয়েছে পরিবার। জানা যায়, লাভপুরের ব্লক প্রশাসনের সহযোগিতায় পরিবার সদস্যরা দ্রুত নাসিমের দেহ দ্রুত গ্রামে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে বর্তমানে ছুটিতে গ্রামে আসা মৃত শ্রমিকের এক সহকর্মী সালাউদ্দীন সেখের কথায়, ‘‘আমরা চেন্নাইয়ের দুই আলাদা জায়গায় কাজ করি। একই মিস্ত্রির অধীনে আছি আমরা। শুনলাম, লিফটের জন্য যে জায়গা ফাঁকা রাখা হয় তারই উপরের অংশে ফিনিশিংয়ের কাজ করছিল। কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটেছে।” তবে কীভাবে নাসিম পড়ে গেলেন তা বুঝতে পারছি না।

    লাভপুরে তৃণমূলের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী বলেন,” মৃতদেহ গ্রামে নিয়ে আসার জন্য পরিবারের পাশে থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি সুযোগ-সুবিধা ছাড়াও অসহায় পরিবারের পাশে রয়েছি।” তবে কীভাবে মৃত্যু তাঁর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি বলে দাবি তৃণমূলনেতার। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই যোগী রাজ্য উত্তরপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হয় পাড়ুই দামোদরপুর গ্রামের বাসিন্দা পথিক হেমব্রম নামে এই পরিযায়ী শ্রমিকের। শুধু তাই নয়, গত ৩০ অগাস্ট অন্ধ্রপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হয় নানুর বড়া গ্রামের বাসিন্দা দুধকুমার বাগদির। এর মধ্যেই বীরভূমেরই আরও এক শ্রমিকের মৃত্যুর খবর সামনে এল। শুধু তাই নয়, গত দশ মাসে ভীনরাজ্যে কাজে গিয়ে শুধু বীরভূমের পরিযায়ী শ্রমিকের মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৩০! যা রীতিমত উদ্বেগের বলছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা।
  • Link to this news (প্রতিদিন)