• চিকিৎসার গাফিলতিতে হাসপাতালে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য মালদহে
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
  • বাবুল হক, মালদহ: সদ্যোজাত শিশুর মৃত্যু। তার জেরে উত্তেজনা মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। চিকিৎসার গাফিলতিতে ওই শিশু মারা গিয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার। এই ঘটনা নিয়ে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    জানা গিয়েছে, মালদহের পিপলা এলাকার বাসিন্দা বছর ২৫-এর নেহা দাস। তিনি সন্তানসম্ভবা থাকায় ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ৩১ তারিখ বিকেলে তিনি ওই হাসপাতালে তিনি একটি সন্তানের জন্ম দেন। মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ বলে খবর। তবে পর্যবেক্ষণের জন্য হাসপাতালেই মা ও শিশুকে রাখা হয়েছিল। আজ, রবিবার দুপুরেই ঘটে অঘটন। জানা গিয়েছে, মা তাঁর তিন দিন বয়সের সন্তানকে মাতৃদুগ্ধ পান করাচ্ছিলেন। সেসময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে ওই শিশু।

    নেহা ও পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসকের কাছে ওই শিশুকে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, ওই শিশু মারা গিয়েছে। এরপরেই পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ, চিকিৎসায় গাফিলতি হয়েছে। চিকিৎসককে ডাকতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে! ধাক্কা মারা হয়েছে বলে অভিযোগ। এরপরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। শুরু হয় বিক্ষোভ।

    শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। যদিও চিকিৎসকদের দাবি, ওই শিশুর চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। সদ্যজাত সুস্থই ছিল। অভিযোগ, পরিবারের লোক বাইরে থেকে দুধ এনে খাইয়েছে। সঙ্গে মাতৃদুগ্ধ পান করতে গিয়ে শাসনালীতে তা আটকে যায়! সেজন্যই ওই শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)