• বিবাহ বহির্ভূত সম্পর্কে ‘কাঁটা’, অন্তঃসত্ত্বা বধূকে বেধড়ক মার স্বামীর প্রেমিকার!
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাসত: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে আপত্তির জের। অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল স্বামীর প্রেমিকার বিরুদ্ধে। মধ্যমগ্রাম থানার রোহন্ডা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী ও প্রতিবেশী মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম আকলিমা বিবি ও ইন্তাজ আলি। আক্রান্ত অন্তঃসত্ত্বা মামুদা বিবি বারাসত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি।

    অভিযোগ, ধৃত আকলিমার সঙ্গেই ইন্তাজের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে মামুদার বিবাদ দীর্ঘদিনের। টিউবওয়েল খারাপ হয়ে যাওয়ায় জল আনার জন্য অন্তঃসত্ত্বা মামুদা স্বামী ইন্তাজকে অনুরোধ করেন। তা নিয়ে দু’জনের অশান্তি চরমে পৌঁছয়। সেই সময় প্রতিবেশী আকলিমা এসে মামুদার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। অভিযোগ, তখনই আচমকা আকলিমা বাঁশ দিয়ে মামুদাকে মারধর শুরু করে। অন্তঃসত্ত্বা অবস্থায় গুরুতর জখম হন মামুদা। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। আক্রান্তের বাপের বাড়ির তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্রান্ত মামুদার মা করিমন বিবি বলেন, “জামাইয়ের সঙ্গে পাশের বাড়ির এক মহিলার সম্পর্ক ছিল। তা থেকেই অশান্তি হয়। এদিন সামান্য জল আনা নিয়ে বচসার সময় মেয়েকে মারধর করে পাশের বাড়ির মহিলা ও তার মেয়ে।” অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)