ঠাকুরবাড়িতে এবার তৃতীয় গোষ্ঠী! ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’ নামে আরও একটি সংগঠন গড়বেন বিজেপির সুব্রত ঠাকুর
প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’ নামে আগেই দুটি সংগঠন ছিল৷ এবার একই নামে আরও একটি সংগঠন তৈরির কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাদা বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। ফলে এবার আরও এক ঠাকুরবাড়ির সদস্য ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে’র নেতৃত্ব দেবেন। আগামী সপ্তাহে মতুয়া মহাসংঘের তৃতীয় সমান্তরাল একটি সংগঠন ঘোষণা হতে চলেছে। এই প্রসঙ্গে সুব্রত ঠাকুর বলেন, ”একই নামে আরও একটি মতুয়া মহাসংঘ তৈরি হচ্ছে।” তবে আলাদা একটি সংগঠন তৈরির প্রয়োজন কেন হল? সে বিষয়ে বিস্তারিত না জানালেও বিজেপি বিধায়ক জানান, ”আগামী চার নভেম্বর এই বিষয়ে বিস্তারিত যা বলার বলব।” ফলে ঠাকুরবাড়িতে দুই ভাই অর্থাৎ শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের সংঘাত আরও প্রকাশ্যে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে সাম্প্রতিক সময় দাদা সুব্রত ঠাকুরের বিরোধ বারবার প্রকাশ্যে এসেছে। শান্তনু একটি ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি৷ ওই সংঘেরই মহাসঙ্ঘাধিপতি হিসাবে রয়েছেন সুব্রত ঠাকুর। একাংশের দাবি, মহাসঙ্ঘাধিপতি হিসাবে সুব্রত ঠাকুর থাকলেও সমস্ত ক্ষমতার অধিকারী শান্তনু ঠাকুরই। এর মধ্যেই দিন কয়েক আগে ঠাকুরবাড়িতে সিএএ শিবির নিয়ে দুই ভাইয়ের বিরোধ প্রকাশ্যে চলে আসে। যা নিয়ে ঠাকুরবাড়ির কোন্দল প্রকাশ্যে চলে। সেই সময় তাৎপর্যপূর্ণভাবে আরও একটি মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর সুব্রত ঠাকুরের পাশে দাঁড়িয়েছিলেন।
অন্যদিকে সুব্রত এবং শান্তনু একই সঙ্গে বিজেপি করলেও দলীয় কর্মসূচিতে তাদের একসঙ্গে দেখা যায় না। এর মধ্যেই সুব্রত ঠাকুরের নতুন সংগঠন ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যা নিয়ে পালটা খোঁচা দিয়েছেন অপর গোষ্ঠী তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর দাবি, ”পুরো বিষয়টি ওদের পারিবারিক ব্যাপার। তবে বড় ভাই হিসাবে সুব্রত ঠাকুরের অধিকার আগে থাকা উচিৎ।” শুধু তাই নয়, মমতাবালা বলেন, সুব্রত ঠাকুর বড় ছেলে হিসাবে অবশ্যই অধিকার পাওয়া উচিৎ। কিন্তু অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। তবে সংগঠন কী করবে সে বিষয়ে কিছু মন্তব্য করতে চান না বলেই জানিয়েছেন তৃণমূল সাংসদ।