• আসলে পুশব্যাকের ফন্দি! ‘বাংলাদেশের সঙ্গে কাঁটাতার তুলে দেব’ বলা জগন্নাথকে কটাক্ষ ব্রাত্যর
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার তুলে দেওয়া হবে। দুই বাংলা এক ছিল, আবারও এক হয়ে যাবে। এসআইআর আবহে এহেন মন্তব্য করে যথেষ্ট বিতর্কে জড়িয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারে। বিতর্কের মুখে পড়ে আবার নতুন কথা শোনা গিয়েছে তাঁর গলায়। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সুরেই বিজেপি সাংসদ বলেছেন, ”বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ে দেব।” এসবের মাঝে তাঁকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর পালটা কটাক্ষ, ”কাঁটাতার তুলে দেওয়ার মন্তব্য আসলে পুশব্যাকের ফন্দি। সেটা আর উনি বলেননি।”

    রবিবার কলকাতা প্রেস ক্লাবে সমাজকর্মী ও বিশিষ্ট লেখক মানিক ফকিরের সাম্প্রতিক গ্রন্থ ‘নাগরিকত্বের সারকথা’ নামে একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শিক্ষাকর্মী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন প্রখ্যাত বিধায়ক ও লেখক মনোরঞ্জন ব্যাপারী। উপস্থিত ছিলেন এই জেলার সাংগঠনিক সভাপতি মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক, বিধানসভার মাননীয় মুখ্যসচেতক ও জেলার চেয়ারম্যান শ্রী নির্মল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলার অন্যান্য সাংগঠনিক পদাধিকারী এবং স্থানীয় নেতৃত্ব। রাজ্যে সবে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজ। এমন সময়ে ‘নাগরিকত্বের সারকথা’ বইটির প্রকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্রাত্য বসু বলেন, ”বিজেপির এক সাংসদ বলেছেন, তাঁরা ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার তুলে দেওয়া হবে। আর যেটা বলেননি সেটা হল, কাঁটাতার তুলে পুশব্যাক করা হবে। ওই পুশব্যাকের পদ্ধতিই হল এসআইআর। তাহলে হিন্দু-মুসলিম নির্বিশেষে নাগরিকত্ব বাদ গেলেই পুশব্যাক করা হোক।” এসআইআর প্রক্রিয়ার মাঝে বিজেপি সাংসদ বনাম রাজ্যর মন্ত্রীর বাকযুদ্ধ নয়া মাত্রা নিল, তা বলাই বাহুল্য।
  • Link to this news (প্রতিদিন)