কলকাতা পুলিশের পাঁচ থানার পুনর্বিন্যাস, ভবানীপুর বিধানসভার দায়িত্বে বড় বদল
প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
অর্ণব আইচ: কলকাতার গুরুত্বপূর্ণ পাঁচটি থানার পুনর্বিন্যাস করা হল। পার্ক স্ট্রিট থানা ও আলিপুর থানার এলাকা বৃদ্ধি হল। নবান্নের তরফে এই ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে।
লালবাজারের এক আধিকারিক জানান, ”মূলত জনবসতির ঘনত্ব ও প্রশাসনিক সুবিধার জন্যই এই পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। যে এলাকাগুলির বাসিন্দারা পুনর্বিন্যাসের আওতায় পড়েন, তাঁদের নিজেদের এলাকার ব্যাপারে সচেতন করা হয়েছে। থানার পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা করা হয়েছে। তাঁরা যেন প্রয়োজন হলে পুরনো থানার বদলে নতুন থানায় গিয়ে অভিযোগ জানান।”
নবান্ন ও লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই নতুন পুনর্বিন্যাসে ওয়াটগঞ্জ থানা ও একবালপুর থানার কিছু অংশ দক্ষিণ কলকাতার আলিপুর থানার আওতায় নিয়ে আসা হয়েছে। ওই এলাকাগুলি ছিল বন্দর এলাকার আওতায়। এ ছাড়াও মধ্য কলকাতার নিউ মার্কেট থানা এলাকার কিছু অংশ পার্ক স্ট্রিট থানার আওতায় নিয়ে আসা হয়েছে। এর ফলে বন্দর ও মধ্য কলকাতার ওই অংশগুলি নিয়ে আসা হল দক্ষিণ কলকাতার আওতায়।
উল্লেখ্য, পুনর্বিন্যাস হওয়া ওই অংশ দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভার আওতায়। ফলে এই বিধানসভার পুরো অংশই এখন কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের আওতায়। পুলিশের সূত্র জানিয়েছে, আলিপুর থানার উত্তরে থাকছে কার্ল মার্কস সরণি, টালি নালা, বেলভেডরা রোডের অংশ। আবার পশ্চিম দিকে পোর্ট ল্যান্ড পার্ক, ডায়মন্ড হারবার রোড থেকে রিমাউন্ট রোড ও কবি মহম্মদ ইকবাল রোড পর্যন্ত। আবার ভূকৈলাস রোডের অংশ আলিপুর থানার আওতায় ও কিড স্ট্রিট এবং সদর স্ট্রিটের অংশও পার্ক স্ট্রিট থানার আওতায় এসেছে বলে জানিয়েছে পুলিশ।