• ট্রেনের ধাক্কায় মৃত্যু পূর্ণ বয়স্ক হাতি 'কলিঙ্গ'র, শোকের ছায়া জঙ্গলমহলে
    এই সময় | ০৩ নভেম্বর ২০২৫
  • ওডিশাতে ট্রেনের ধাক্কায় মৃত্যু পূর্ণ বয়স্ক হাতি 'কলিঙ্গ'র। সাধারণ মানুষের চোখের সামনে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ইতিমধ্যেই সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন)। স্থানীয়দের দাবি, ইচ্ছে করলেই ট্রেন থামাতে পারতেন চালক। যদিও, এই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে, ট্রেনে কাটা পড়ে কলিঙ্গ-র মৃত্যুর বিষয়টি বন দপ্তরের তরফে নিশ্চিত করা হয়েছে।

  • Link to this news (এই সময়)