• ‘ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে’, মেয়েদের বিশ্বজয়ে কী বললেন মোদী-মমতা?
    এই সময় | ০৩ নভেম্বর ২০২৫
  • দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথম বারের জন্য বিশ্বকাপ জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের। উচ্ছ্বাসে ভাসছেন গোটা দেশের মানুষ। এক্স হ্যান্ডলে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লেখেন, ‘বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয়। ফাইনালে সকলের পারফরম্যান্স ছিল অসাধারণ দক্ষতা এবং আত্মবিশ্বাসের প্রতীক। পুরো টুর্নামেন্ট জুড়ে সকল খেলোয়াড়রা টিম স্পিরিট এবং দৃঢ়তা দেখিয়েছেন। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।’

    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, ‘মহিলা ক্রিকেট টিমের বিশ্বকাপ জয়ে আজ গোটা দেশ গর্বিত। ​টুর্নামেন্ট জুড়ে তাঁরা যে লড়াই দেখিয়েছেন তা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। আপনারা প্রমাণ করেছেন যে এটাই বিশ্বমানের টিম এবং আপনারা আমাদের কিছু অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছেন। ​ভবিষ্যতে তোমাদের জন্য আরও অনেক বড় জয় অপেক্ষা করছে। আমরা সকলে আপনাদের সঙ্গে আছি।’

  • Link to this news (এই সময়)