চেন্নাই: ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে গোটা দেশজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। রবিবার এই নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। সেখানে সর্বসম্মত প্রস্তাবে বলা হয়েছে, ২০২৬ সালের বিধানসভা ভোটের পরেই যেন এসআইআর হয়।
বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপ ‘অগণতান্ত্রিক ও জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার সমান। বিহারে এই ধরনের মামলাটি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই তামিলনাড়ু সহ দেশের অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালানো সম্পূর্ণ ভুল ও গণতন্ত্রের পরিপন্থী।’ সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচন কমিশন অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ না করলে রাজ্যের সব রাজনৈতিক দলগুলি যৌথভাবে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে। মুখ্যমন্ত্রী স্ট্যালিনের কথায়, ‘আমরা তামিলনাড়ুর মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিতে দেব না। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব।’ এদিনের বৈঠকে অংশ নেয় ৪৯টি রাজনৈতিক দল। তবে বেশ কয়েকটি আঞ্চলিক দল অংশ নেয়নি এদিন।