নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহাজোটে থেকেও আট আসনে ‘ফ্রেন্ডলি ফাইটে’ নেমেছে কংগ্রেস-আরজেডি। কংগ্রেস চেয়েছিল বিজেপির বিরুদ্ধেই বেশি আসনে সরাসরি প্রার্থী দিতে। কিন্তু আরজেডি সেইসব আসন কম ছেড়েছে। দিয়েছে জেডিইউয়ের বিরুদ্ধে। সেই কারণেই ফ্রেন্ডলি ফাইট। তবে নিজেদের মধ্যে যাইহোক, ভোটারদের মনে ধন্দ কাটাতে দুই দলের প্রদেশ নেতৃত্ব চাইছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের যৌথ জনসভা হোক বেশি করে। যদিও নিজের দলের প্রার্থীর হয়ে প্রচার সেরে যৌথ নির্বাচনী সভা করা দুই নেতার পক্ষে সম্ভব নয় বলেই খবর। এখনও পর্যন্ত দুটি যৌথ সভা হয়েছে। আগামী ৬ তারিখ প্রথম দফার ভোট। তাই হাতে প্রচারের মাত্র দুদিন। আজ এবং কাল। এরপর দ্বিতীয় দফার ভোট ১১ অক্টোবর। যার প্রচার শেষ হবে ৯ তারিখ। ফলে সময় কম। তাই সব মিলিয়ে রাহুল এবং তেজস্বী ৪-৫ টা যৌথ নির্বাচনী সভা করবেন বলেই জানা গিয়েছে। উদ্দেশ্য একটাই, মহাজোটে কোনও জট আছে, এই ভাবনা ভোটারদের মনে যেন না আসে। কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধী বিহারে ১২টি জনসভা করবেন। প্রিয়াঙ্কা গান্ধীও করবেন ১০-১২। দুই দলের নেতারাই বলছেন, আদতে রাহুল গান্ধী বা তেজস্বী যে যার নিজের দলের প্রার্থীর হয়ে প্রচারে জোর দিলেও, আদতে সেটি তো জোটেরই প্রার্থী।