বেগুসরাই: বিহারে নির্বাচনের প্রচারে গিয়ে পুকুরে নেমে মাছ ধরলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন বেগুসরাই জেলায় প্রচারে গিয়েছিলেন তিনি। তাঁর ফাঁকেই একটি পুকুরে মাছ ধরতে যান রাহুল। সঙ্গে ছিলেন বিহারের প্রাক্তন মন্ত্রী তথা বিকাশশীল ইনসান পার্টির নেতা মুকেশ সাহনি। একটি নৌকায় চেপে পুকুরের মাঝে যান তাঁরা। মুকেশ মাছ ধরার জন্য নৌকা থেকে জলে নেমে পড়েন। তাঁকে দেখে টি-শার্ট ও কার্গো প্যান্ট পরিহিত রাহুলও জলে ঝাঁপ দেন। উল্লাসে চিত্কার করে ওঠেন কংগ্রেস সমর্থকরা। তবে রাজনৈতিক মহলের মতে, শুধু মাছ ধরা নয়। এদিন বিহারের মত্স্যজীবী সম্প্রদায়কেও বার্তা দিতে চেয়েছেন বিরোধী জোটের নেতারা। কারণ, মুকেশ প্রকাশ্যেই নিজেকে ‘মত্স্যজীবীর সন্তান’ বলে উল্লেখ করেন। এছাড়া এদিন পুকুরের পাশে প্রচুর মত্স্যজীবীও উপস্থিত ছিলেন। তাঁদের কয়েকজন রাহুলের সঙ্গে মাছ ধরতে নেমে পড়েন। এদিন কংগ্রেসের এক্স হ্যান্ডলে ঘটনার ভিডিও পোস্ট করে লেখা হয়, রাহুল মত্স্যজীবীদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে কথা বলেন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ বিহারে ক্ষমতায় এলে মত্স্যজীবীদের জন্য বিমা এবং মাছ ধরা বন্ধ থাকার মরশুমে পরিবারপিছু ৫ হাজার টাকা করে সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে ওই পোস্টে। ছবি: পিটিআই