• পাটনায় মোদির রোড শো, নেই নীতীশ
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, পাটনা: বিহারের প্রথম দফা নির্বাচনের বাকি তিন দিন। তার আগে পাটনায় বিজেপির তৈরি করা ভিড়ে ‘জন জোয়ারে’ ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিকেল পৌনে ছটা নাগাদ পাটনার দিনকার স্কোয়ার থেকে তিন কিলোমিটার দীর্ঘ রোড শো শুরু করেন প্রধানমন্ত্রী। এই রোড শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন না নীতীশ কুমার। বদলে মুখ্যমন্ত্রীর বা পাশে দেখা যায় জেডিইউ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংকে। 

    মোদির রোড-শো শুরুর আগেই রাস্তার দু’ধারে ব্যারিকেডের পাশে জনতা ভিড় করেছিল। বিশেষত বিজেপির পতাকা হাতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ আরতি করছিলেন আবার কেউ মোদিকে দেখামাত্রই ফুল ছুড়ে দিচ্ছিলেন। সবকিছু যেন আগে থেকেই ঠিক করে রেখেছিলেন বিজেপি কর্ম কর্তারা। মোদি মোদি স্লোগানে মুখর ছিল গোটা যাত্রাপথ। হাতে দলীয় প্রতীক নিয়ে জনগণের উদ্দেশে হাত নাড়াতে নাড়াতে এগিয়ে যায় মোদির রোড শো। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই রোড শো নিয়ে বেশ কয়েকদিন আগে থেকেই বিজেপি অফিসে রীতিমতো পরিকল্পনা চলেছিল। 

    কোন পয়েন্টে মোদিকে কিভাবে 

    স্বাগত জানানো হবে, তা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন বিজেপি কর্মকর্তারা। 

    পাটনায় মোট ১৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে এদিন ছিল মোদির রোড শো। মোদির সঙ্গে একই গাড়িতে দেখা যায় পাটনা সাহিব বিধানসভা কেন্দ্রের প্রার্থী রত্নেশ খুশুওয়াকে। এছাড়াও ছিলেন 

    কুমহরার বিধানসভা কেন্দ্রের প্রার্থী সঞ্জয় গুপ্তা ও রাস্তা নির্মাণমন্ত্রী নীতিন নবীন। এর আগে আরার সভায় মহাজোটকে তীব্র আক্রমণ করেন মোদি। দুই শরিকের দ্বন্দ্ব খুঁচিয়ে দিতে তিনি বলেন, কংগ্রেস তো তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মানতেই চায়নি। আরজেডি কংগ্রেসের মাথায় বন্দুক রেখে সেই সিদ্ধান্ত মানতে বাধ্য করেছে। বলেন, কংগ্রেস চায় না আরজেডি ক্ষমতায় আসুক। দ্বিতীয় দফার ভোট শেষ হলেই দেখবেন, দু’টো দল কেমন মারপিট শুরু করে দিয়েছে। 

    তেজস্বী ও রাহুলের নাম না করে মোদি বলেন, জঙ্গল রাজের যুবরাজ অন্য এক যুবরাজের ভোটার অধিকার যাত্রাতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ভেবে নিয়েছিলেন, আমার 

    কপাল পুড়ল। তাই তড়িঘড়ি প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধেই তারা প্রার্থী দিয়ে দেয়। শুধু একবার ভোটটা শেষ হতে দিন না। তারপর দেখবেন, দুই শরিক একে অপরের মাথা ভাঙছে।

    সাতটা নাগাদ শেষ হয় মোদির রোড শো। তারপর তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য যান পাটনা 

    সাহেব গুরুদুয়ারায়। আজ সোমবার কাটিহারে মোদির রোড শো করার কথা রয়েছে।
  • Link to this news (বর্তমান)