রাজস্থানে ট্রেলারে ধাক্কা মারল বাস, মৃত্যু ১৮ জনের
বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
যোধপুর: ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা রাজস্থানে। এবার ফালোদি জেলার মাতোড়া গ্রামে। রবিবার ট্রেলারে ধাক্কা বাসের। এই ঘটনায় মৃত্যু ১৮ পুণ্যার্থীর। জানা গিয়েছে, ওই দল বিকানিরের কোলায়ত থেকে ভারতমালা হাইওয়ে ধরে যোধপুরের সুরসাগরে ফিরছিল। পথে বাসটি দাঁড়িয়ে থাকা ট্রেলারে সজোরে ধাক্কা মারে। যোধপুরের পুলিস কমিশনার ওম প্রকাশ জানিয়েছেন,এই দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৩ জন। আহতদের প্রথমে ওসিয়ান প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে যোধপুরে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা, আহতদের ৫০হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা কঠিন সময়ে শোকার্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।