বেঙ্গালুরু: সিগন্যাল লাল। বিধি মেনেই ক্রসিংয়ের আগেই দাঁড়িয়ে পড়েছে একাধিক গাড়ি-বাইক। হঠাৎই পিছন থেকে তীব্র গতিতে ছুটে এল একটি অ্যাম্বুলেন্স। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিল একের পর এক গাড়িতে। সেই সময় ওই ট্রাফিক সিগন্যালেই স্কুটারে অপেক্ষা করছিলেন ইসমাইল নাথান দাবাপু ও তাঁর স্ত্রী সামিন বানু। অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ হারালেন ওই মাঝবয়সি দম্পতি। শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুর রিচমণ্ড সার্কেলে। বেপরোয়া অ্যাম্বুলেন্সটির চাকার তলাতেও অনেকে আটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা এসে তাঁদের উদ্ধার শুরু করেন। দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অ্যাম্বুলেন্সটিকেও উলটে দেন তাঁরা। অভিযোগ, এই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। কিন্তু, প্রশাসন কোনও ব্যবস্থাই নিচ্ছে না। এর আগেও একটি অ্যাম্বুলেন্সের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেছিল। স্থানীয়রা জানিয়েছেন, কোনও ইমার্জেন্সি ছাড়াই সাইরেন বাজাতে বাজাতে তীব্র গতিতে অ্যাম্বুলেন্সগুলি সিগন্যাল পার করে।