সৈনিক স্কুলে রহস্যমৃত্যু ছাত্রের, র্যাগিংয়ের অভিযোগ পরিবারের
বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
বিশেষ সংবাদদাতা, ইটানগর: অরুণাচল প্রদেশের সৈনিক স্কুলে রহস্যমৃত্যু সপ্তম শ্রেণির এক পড়ুয়ার। স্কুলেরই জলের ট্যাঙ্কের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। স্কুলের প্রিন্সিপালের দাবি, আত্মহত্যা করেছে ওই পড়ুয়া। যদিও পরিবারের অভিযোগ, সিনিয়রদের র্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে তাঁদের সন্তানের।সিয়াং জেলার নিগলোকে এই সৈনিক স্কুলটি অবস্থিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা নাগাদ স্কুলের প্রিন্সিপাল রুকসিন থানায় ঘটনার কথা জানান। বলেন, ‘সকালের পিটি সেশনের সময় ওই ছাত্র অনুপস্থিত ছিল। খোঁজাখুঁজি শুরু হয়। তারপর ওভারহেড ট্যাঙ্ক এলাকার দিকে তার দেহ দেখতে পান নির্মাণ শ্রমিকরা।’ প্রিন্সিপালের দাবি, ওই পড়ুয়া আত্মহত্যা করেছে। রুকসিন থানার এক পুলিস আধিকারিক জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তার বাবা-মায়ের উপস্থিতিতেই পাসিঘাটের বাকিন পার্টিন জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। সেইমতো খবর দেওয়া হয় পড়ুয়ার পরিবারকে। দেহ শনাক্ত করতে তাঁরা মর্গে পৌঁছন। ছেলের মৃতদেহের সামনে কান্নায় ভেঙে পড়েন মা। মৃত পড়ুয়ার বাবা তাদু তানির অভিযোগ, ‘অষ্টম ও দশম শ্রেণির কয়েকজন ছাত্র আমার ছেলেকে স্কুলে র্যাগিং করেছে। তাদের অত্যাচারেই ছেলের এই করুণ পরিণতি।’সৈনিকর স্কুলের পড়ুয়ার এই রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। ক্ষুব্ধ অভিভাবকদের দাবি, এই ধরনের আবাসিক স্কুলগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন অবিলম্বে। একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষকে র্যাগিংয়ের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে হবে।