এসআইআরের নামে ক্ষমতা দখলের চক্রান্ত বিজেপির, আক্রমণ রহিমের, মালতীপুরে বিএলএদের প্রশিক্ষণ দিল তৃণমূল কংগ্রেস
বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
উজির আলি, চাঁচল: মঙ্গলবার থেকে ভোটার তালিকা যাচাইয়ে বাড়ি বাড়ি পৌঁছবেন নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসাররা (বিএলও)। স্বচ্ছভাবে যাতে তালিকা যাচাই করা হয়, সেদিকে নজর রয়েছে তৃণমূল কংগ্রেসেরও। সেজন্য রবিবার দলের বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ দিল রাজ্যের শাসকদল। সামসিতে ওই শিবিরে উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার ২৪৫ জন বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২)। তাঁদের পেন, ডায়েরি দিয়ে সংবর্ধনা জানানো হয় দলের তরফে। এছাড়াও ছিলেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, দলের মালদহ জেলার ভোটার তালিকা সংশোধন কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই, শিউলি খাতুন ও রেহেনা পারভিন, চাঁচল ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা ও সহসভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যরা। কমিশনের বুথ লেভেল অফিসাররা স্বচ্ছভাবে কাজ করছেন কি না, সাধারণ মানুষের নথি নিয়ে সমস্যা হচ্ছে কি না, সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মালতীপুর বিধানসভার কয়েক হাজার বাসিন্দা ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। ভোটার তালিকা যাচাইয়ের সময় তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও নজর রাখার কথা বলা হয় দলের এজেন্টদের। প্রশিক্ষণ শিবিরে রহিম বলেন, আমার এলাকায় কোনও অবৈধ ভোটার নেই। রোহিঙ্গা বা বাংলাদেশিও নেই। বিজেপিকে নিশানা করে তাঁর মন্তব্য, বাংলার মানুষকে বিভ্রান্ত করতে এসআইআর এর নামে চক্রান্তের জাল বিছিয়েছে বিজেপি। ভোটার ছাঁটাই করে বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করছে তারা। তাদের স্বপ্ন কোনওদিন পূরণ হবে না।
পাল্টা বিজেপির রাজ্য কমিটির সদস্য অভিষেক সিঙ্ঘানিয়া বলেন, ভারতীয়দের নয়, অবৈধ ভোটার বাদ দিতেই এসআইআর। অবৈধ ভোটার আছে বলেই ভয় পাচ্ছে তৃণমূল।