কতটা শিখল পড়ুয়ারা? মান যাচাই হবে ষষ্ঠ ও নবম শ্রেণির ছাত্রদের, আগামী ৮ নভেম্বর ১৬০টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসায় পরীক্ষা
বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, মালদহ: উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমেস্টারে আশাব্যঞ্জক ফল হয়নি জেলায়। শিক্ষার্থীদের মান যাচাইয়েও আশানুরূপ ফল হয়নি মালদহের। এবার তাই নড়েচড়ে বসেছে মালদহের মাধ্যমিক শিক্ষা বিভাগ। জেলার প্রায় দেড় শতাধিক স্কুলের ষষ্ঠ ও নবম শ্রেণির ছাত্রছাত্রীরা ক্লাসে এসে কতটা শিখছে, তা যাচাই করতে জেলাস্তরে স্কুল ও মাদ্রাসায় হতে চলেছে বিশেষ পরীক্ষা। ৮ নভেম্বর মালদহের ১৬০টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় এই পরীক্ষা হতে চলেছে বলে মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গিয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, জেলাস্তরে পড়ুয়াদের শেখার মূল্যায়ন পর্বটি হবে ওএমআর ব্যবহার করে। মোট ১০০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে চারটি বিষয়ে। ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, ইতিহাস ও ভূগোল মিলিয়ে চারটি বিষয়ে প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে। ১০০টি নৈর্বক্তিক প্রশ্নের উত্তর দিতে হবে ৯০ মিনিটে। পরীক্ষা হলে নজরদারি করবেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকারা। পুরো ব্যবস্থার তত্ত্বাবধানে থাকবেন সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর স্তরের শিক্ষা আধিকারিকরা।
জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস বলেন, এখন অনেক পরীক্ষায় ওএমআর উত্তরপত্র ব্যবহার করা হচ্ছে। স্কুল ও মাদ্রাসার পড়ুয়াদের বিষয়টি নিয়ে সড়গড় করে তুলতে এই পদ্ধতিতে ডিস্ট্রিক্ট অ্যাচিভমেন্ট সার্ভে (ড্যাস) করার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, এই পরীক্ষা পরিচালনার জন্য শিক্ষা আধিকারিক ও শিক্ষক, শিক্ষিকাদের নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে অ্যাপের মাধ্যমে। আমাদের লক্ষ্য হল সাতদিনের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ করা।
জেলা (মাধ্যমিক) বিদ্যালয় শিক্ষা বিভাগ সূত্রে জানা গিয়েছে, ১৬০টি বিদ্যালয় ও মাদ্রাসার ষষ্ঠ ও নবম শ্রেণির প্রায় ২০ হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসবে। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে জেলাস্তরে কেন্দ্রীয়ভাবে। প্রশ্নপত্র তৈরি ও মুদ্রণের কাজে চরম গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
মালদহে মাধ্যমিক স্তরে মোট ৫৭০টি বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ১৬১টি স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে দুপুর একটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলবে এই পরীক্ষা। রাজ্যের বিভিন্ন জেলাগুলির মধ্যে মালদহে এই জেলাস্তরের মূল্যায়ন প্রথমবার হচ্ছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় সরকার ২০২৪ সালে প্রথম জাতীয় স্তরে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে (ন্যাস) চালু করে। সারা দেশে ষষ্ঠ ও নবম শ্রেণির প্রায় ২৩ লক্ষ পড়ুয়া প্রথমবার এতে অংশ নিয়েছিল। ফলে রাজ্য সরকার একইভাবে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে (স্যাস) করে। ওই দুই পরীক্ষায় মালদহের ছাত্রছাত্রীরাও অংশ নিয়েছিল। কিন্তু ফলের দিক দিয়ে মালদহ ছিল জাতীয় গড়ের থেকে খানিকটা নীচে।
এবার তাই জেলাস্তরে এই প্রস্তুতি আগে থেকেই নিতে শুরু করেছে মালদহের মাধ্যমিক শিক্ষা বিভাগ। লক্ষ্য একটাই, জাতীয় এবং কেন্দ্রীয় স্তরের মান যাচাইয়ের পরীক্ষার আগে জেলার পড়ুয়াদের শিখনের মান যাচাই করে নেওয়া। একই সঙ্গে পড়ুয়াদের প্রস্তুত করে নেওয়ারও সুযোগ দেওয়া।