• প্রায় চার মাস পর উত্থান একাদশীতে শয়ন থেকে উঠলেন ছোট মদনমোহন
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, দেওয়ানহাট: রাজ আমলের ঐতিহ্যবাহী কোচবিহারের রাস শুরুর আগে প্রায় চার মাস পর উত্থান একাদশীতে  শয়ন থেকে উঠলেন ছোট মদনমোহন। রাজ আমলের পরম্পরা মেনে দীর্ঘ শয়ন (ঘুম) থেকে ওঠার পর মন্দিরের বারান্দায় নিয়ে এসে আমলকি ও আম গাছের ডাল দিয়ে দাঁত মাজানো হয় ছোট মদনমোহনকে। এরপর দুধ, দই, ঘি, মধু, চন্দন, ডাবের জল সহযোগে ১০৮ কলস জল দিয়ে স্নান করানো হয় ছোট মদনমোহন ঠাকুরকে। 

    স্নানের কারণে যাতে ঠান্ডা না লাগে সেজন্য স্নানের আগে মদনমোহনের গায়ে তিলবাটা মাখানো হয়। পুরোহিত মন্দিরের বারান্দায় ছোট মদনমোহনকে এই বিশেষ স্নান করান। রবিবার সকাল ৭টা বেজে ৪০ মিনিটে ঘুম থেকে ওঠার পর বিশেষ পুজো করিয়ে বারান্দায় নিয়ে আসা হয় সকাল সাড়ে ৮টা নাগাদ। 

    আগামী বুধবার রাস উৎসব শুরুর দিন পসার ভাঙা অনুষ্ঠানের পর ছোট মদনমোহনকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হবে। তবে রাস উৎসব চলাকালীন ১৫ দিন রাজমাতা ও ডাঙ্গরআইয়ের দুই মদনমোহনের সঙ্গে বড় মদনমোহন মন্দিরেই থাকবেন। কোচবিহারের রাজ আমলের ঐতিহ্যবাহী রাস উৎসব উপলক্ষ্যে ইতিমধ্যে সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছে মদনমোহন মন্দিরে। অন্যদিকে, রাস উৎসবে যোগ দিতে শনিবার সন্ধ্যায় মদনমোহন ঠাকুরবাড়িতে নিয়ে আসা হয়েছে রাজমাতা এবং ডাঙ্গরআই মন্দিরের দুই মদনমোহনকেই।

    রথযাত্রা শেষে বড় মদনমোহন গুঞ্জবাড়িতে মাসিরবাড়ি থেকে বৈরাগী দিঘির ধারে মন্দিরে ফিরে আসেন। আর ছোট মদনমোহন চলে যান শয়নে। একটানা চার মাস ঘুমানোর পর উত্থান একাদশীতে শয়ন থেকে ওঠেন ছোট মদনমোহন ঠাকুর। 

    দেবোত্তর ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, স্নানের পর ছোট মদনমোহনকে ঘরের ভিতর নিয়ে যাওয়া হবে। সেখানে নতুন বস্ত্র পরিয়ে তাঁকে সিংহাসনে বসিয়ে উত্থান একাদশীর বিশেষ পুজো করা হয়। এরপর মন্দিরের বারান্দায় বড় মদনমোহনের পাশাপাশি রাজমাতা এবং ডাঙ্গরআই মন্দিরের দুই মদনমোহনকে নিয়ে আসা হয়। তিন মদনমোহনকে বারান্দায় একসঙ্গে রাখার পর প্রথা মেনে বিকেলে ছোট মদনমোহনকেও বাইরে বারান্দায় নিয়ে আসা হয়।  

    মন্দিরের পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, রবিবার প্রায় চার মাস পর ছোট মদনমোহন ঠাকুরকে ঘুম থেকে ওঠার পর পরম্পরা মেনে তাঁকে ১০৮ কলস জল দিয়ে স্নান ও বিশেষ পুজো হয়।
  • Link to this news (বর্তমান)