তমলুক-ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, দশমাস আগে ১০ হাজার আবেদন জমা, রাজ্যের নির্দেশে নিয়োগ ঝুলে
বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
শ্রীকান্ত পড়্যা, তমলুক: গত জানুয়ারি মাসে তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে কর্মী নিয়োগের জন্য ১০হাজার আবেদন নেওয়া হলেও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। ওবিসি নিয়ে জট থাকায় রাজ্য সরকার ব্যাঙ্ক কর্তৃপক্ষকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু না করার নির্দেশ দিয়েছে। চাকরিপ্রার্থীরা অবশ্য প্রায়ই ব্যাঙ্কে এসে খোঁজখবর নিচ্ছেন। কবে অ্যাডমিট দেওয়া হবে, পরীক্ষার তারিখ কবে, এসব নিয়ে প্রশ্ন করছেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই সব প্রশ্নের কোনও সুদত্তর দিতে পারছেন না।
২০১৯ সালে শেষবার তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে ১৩৭জন বিভিন্নস্তরে কর্মী ও ম্যানেজার পদে নিয়োগ হয়েছিল। সেই নিয়োগ ঘিরে অনেক বিতর্কও হয়েছে। ছ’বছর বাদে ওই ব্যাঙ্কে এককালীন ৪১জন কর্মী নিয়োগের জন্য জানুয়ারি মাসে আবেদন জমা নেওয়া হয়। গত বছর ৩০ডিসেম্বর ব্যাঙ্ক কর্তৃপক্ষ এনিয়ে বিজ্ঞপ্তি দেয়। পে স্কেল ১৮৬০০-৩৮৬০০টাকা। অর্থাৎ, শুরুতেই মাইনে প্রায় ৩০হাজার টাকা। পদের নাম রাখা হয় ‘সাব স্টাফ’। ৩১ডিসেম্বর থেকে ২১জানুয়ারি পর্যন্ত তমলুক শহরে ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে আবেদনপত্র জমা নেওয়া হয়। প্রায় ১০হাজার আবেদন জমা পড়ে। কলকাতা ও শহরতলি, দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গ থেকে বেশকিছু প্রার্থীও আবেদন জমা দিতে ব্যাঙ্কে সশরীরে এসেছিলেন। অনেক এমএ, এমএসসি পাশ যুবক-যুবতী ওই চাকরির জন্য আবেদন করেছেন।
সেই আবেদন জমা করার পর ১০মাস সময় কেটে গিয়েছে। কিন্তু, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। জানা গিয়েছে, আবেদন জমা পড়ার পর রাজ্য থেকেই তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের কাছে চিঠি পৌঁছে যায়। সেই চিঠিতে নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ আসে। যেকারণে নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। তমলুক শহর লাগোয়া বহিচাড় গ্রামের ইংরেজিতে এমএ পাশ মেনকা শীট একজন আবেদনকারী। তিনি বলেন, আমরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা করেছি। কিন্তু, নিয়োগের কোনও পদক্ষেপ লক্ষ্য করছি না। ১০মাস সময় কেটে গিয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষও এনিয়ে বিশেষ কিছু বলতে চাইছে না।
ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান চঞ্চল খাঁড়া বলেন, রাজ্য সরকার চিঠি দিয়ে ওই নিয়োগ শুরু না করার নির্দেশ দেয়। যেকারণে আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারিনি। সম্প্রতি ওই নিয়োগের জন্য রাজ্য থেকে একটি সিলেকশন কমিটি গড়া হয়েছে। সাত জনের ওই কমিটিতে ব্যাঙ্কের তিনজন আছেন। বাকি চারজন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার আছেন। কমিটির মাথার উপর সমবায় দপ্তরের জয়েন্ট রেজিস্ট্রার পদ মর্যাদার অফিসার আছেন। আমরা রাজ্যকে চিঠি দিয়ে নিয়োগ স্থগিত রাখার বিষয়টি প্রত্যাহারের আবেদন জানাব।