• নবদ্বীপে সংকীর্ণ রাস্তার দু’পাশে উনুন ও গ্যাস জ্বালিয়ে ব্যবসা, আতঙ্কে শহরবাসী
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, নবদ্বীপ: চৈতন্যভূমি নবদ্বীপে সারা বছরই দেশ-বিদেশের পুণ্যার্থী ও পর্যটকের আনাগোনা লেগে থাকে। তবে রাস উৎসব উপলক্ষ্যে যেন তিল ধারণের জায়গা থাকে না। প্রাচীন এই শহরের রাস্তাঘাট এমনিতেই সংকীর্ণ। অথচ একশ্রেণির দোকানদার রাস্তার পাশে উনুন ও গ্যাস জ্বালিয়ে ব্যবসা করছেন।  কোথাও তৈরি হচ্ছে চা, কোথাও ভাজা হচ্ছে লুচি-পরোটা। এমনকী, অনেক জায়গায় প্রকাশ্যেই ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। বিপদ মাথায় নিয়ে স্থানীয় বাসিন্দা, পড়ুয়া থেকে পুণ্যার্থী ও পর্যটকরা রাস্তা দিয়ে যাতায়াত করছেন। চলাচল করছে সাইকেল, বাইক, টোটো সহ বিভিন্ন যানবাহনও। স্থানীয় বাসিন্দাদের দাবি, এভাবে রাস্তার পাশে উনুন জ্বালিয়ে ব্যবসা করা বন্ধ হোক। না হলে যে কোনও মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। তাঁদের অভিযোগ, সবকিছু জেনেও দমকল থেকে পুলিশ-প্রশাসন এব্যাপারে সম্পূর্ণ উদাসীন রয়েছে।

    নবদ্বীপ শহরের মহাপ্রভুপাড়া, উডবার্ন রোড, পোড়াঘাট, বউবাজার, পোড়ামাতলা, হরিসভা পাড়া, বুড়োশিবতলা, মালঞ্চ পাড়া, এমনকী রাজার বাজার, গোঁসাই বাজারের ভিতরে বিভিন্ন এলাকায় আগুন জ্বালিয়ে একশ্রেণির ব্যবসায়ী পরোটা, রুটি, চা তৈরি করছেন। অনেকে আবার হোটেল চালাচ্ছেন। কোথাও দেখা যাচ্ছে, ব্যবসায়িক কাজে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দাদের আশঙ্কা, কোনও কারণে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে নিমেষের মধ্যে সব শেষ হয়ে যাবে। কেন না প্রাচীন এই শহরের সংকীর্ণ রাস্তাঘাটের কারণে সব জায়গায় দমকলের গাড়ি পৌঁছতে পারবে না।

    দণ্ডপাণিতলার বাসিন্দা নবেন্দু সাহা বলেন, এই শহর খুব ঘিঞ্জি। তারই মধ্যে কিছু মানুষ আগুন জ্বালিয়ে ব্যবসা করছে। বাজার চত্বরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন দাহ্যপদার্থ, প্লাস্টিকের ত্রিপল, ছাউনি। সেক্ষেত্রে একটা ভয় থেকেই যায়। রুজিরোজগারের বিষয় হলেও আমরা তো কেউ কারও বিপদ ডেকে আনতে পারি না। 

    পীরতলা আমবাগানের বাসিন্দা অর্ণব সাহা বলেন, একশ্রেণির মানুষ রাস্তার পাশে গ্যাস জ্বালিয়ে লুচি, পরোটা, চায়ের দোকান চালাচ্ছেন। কোনও দুর্ঘটনা ঘটে গেলে কিছুই আর রক্ষা করা যাবে না। এবিষয়ে শুধু উৎসবের আগে প্রশাসনিক মিটিংয়ে আলোচনা হয়। তখন কিছু প্রশাসনিক নির্দেশিকা ছাড়া আর কোনও উদ্যোগ দেখা যায় না।

    নবদ্বীপ নাগরিক কমিটির সভাপতি তথা আইনজীবী দিলীপ চট্টোপাধ্যায় বলেন, রাস্তার দু’ধারে গ্যাস ওভেন ও উনুন জ্বালিয়ে চা করে, পরোটা-কচুরি ভেজে একশ্রেণির মানুষ রোজগার করছে। কোনও কারণে সিলিন্ডার ফেটে গেলে দোকানদারের পাশাপাশি পথচারীরাও বিপদে পড়বেন। প্রাণহানির মতো ঘটনা ঘটে যেতে পারে। এব্যাপারে আমরা সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। তাঁরা জানিয়েছেন, এবিষয়ে ব্যবস্থা নেবেন। 

    নবদ্বীপ দমকল বিভাগের অফিসার ইনচার্জ প্রভাত বিশ্বাস বলেন, এব্যাপারে এখনও পর্যন্ত সেরকম কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সচেতন করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে গাইডলাইন দেবে, সেইমতো আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।

    নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, অনেকেই নিয়মবহির্ভূতভাবে আগুন জ্বালিয়ে ব্যবসা করে। এটা সম্পূর্ণ অবৈধ কাজ। আমি অনুরোধ করব, কেউ রাস্তার পাশে আগুন জ্বালিয়ে অবৈধভাবে ব্যবসা করবেন না।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)