শিল্পাঞ্চলে তীব্র জলসংকট, জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ জামুড়িয়ায়
বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: জলের আকাল মিটছেই না আসানসোল শিল্পাঞ্চলে। এবার পানীয় জলের সংকটের জেরে স্তব্ধ হয়ে গেল জাতীয় সড়কও। রবিবার জামুড়িয়ার কুনুস্তোরিয়া মোড়ে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা প্রবল বিক্ষোভ দেখান। পুলিশের গার্ডরেল দিয়েই তাঁরা রাস্তা অবরোধ করে দেন। এদিন সকাল থেকেই তুমুল বিক্ষোভ প্রদর্শন চলতে থাকে। অবরোধ তুলতে এসে পুলিশকেও ক্ষোভের মুখে পড়তে হয়। জাতীয় সড়কে এই অবরোধের জেরে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়তে থাকে। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।
জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি বলেন, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কালাঝরিয়া প্রজেক্ট বিপর্যয়ের জেরেই এই সংকট। নদীতে বিপুল জল থাকায় আমরা সেই কাজ করতে পারিনি। এবার জল কমছে। দ্রুত রিভারবেড টিউবওয়েল বসিয়ে জল সমস্যা মেটানো হবে।
আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়ার বাসিন্দারা পানীয় জল নিয়ে এক উদ্বেগজনক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছেন। আসানসোল পুরসভা জামুড়িয়ার বিস্তীর্ণ অংশে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করতে পারে না। সেখানে জল সরবরাহ করতে ভরসা পুরসভার জলের ট্যাঙ্কার। অন্যদিকে, জামুড়িয়া-২ নম্বর ব্লকে জল সরবরাহ করে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। সেই এলাকায় জল প্রকল্পের সেতু নদীর উপর ভেঙে পড়াতেই চূড়ান্ত বিপত্তি। বিস্তীর্ণ অংশের মানুষ পরিস্রুত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। সেই বঞ্চনাই এখন মানুষের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। এদিন ৬০নম্বর জাতীয় সড়ক অবরোধের মাধ্যমে কার্যত সেই ক্ষোভের প্রতিফলন দেখা গেল। কুনুস্তোরিয়া কোলিয়ারি এলাকা, কুনুস্তোরিয়া গ্রামের মানুষের অভিযোগ, ছ’মাস ধরে পর্যাপ্ত পানীয় জল পাওয়া যাচ্ছে না। যাদের আর্থিক সামর্থ্য রয়েছে, তারা জল কিনে খাচ্ছে। আর দরিদ্র মানুষকে বাধ্য হয়ে কুয়োর জল খেতে হচ্ছে। যার জেরে শারীরিক সমস্যা হচ্ছে। দিনের পর দিন এই সমস্যায় জর্জরিত হয়ে শেষমেশ রবিবার সকাল থেকে আন্দোলনের পথে হাঁটেন বাসিন্দারা। এদিন তাঁরা একত্রিত হয়ে রাস্তায় বসে পড়েন। চারপাশে পুলিশের গার্ডরেল লাগিয়ে দেওয়া হয়। ছোট গাড়ি, বাস, লরি সহ সবকিছুই স্তব্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা সজল মণ্ডল বলেন, এখনও জল প্রকল্প সারানো গেল না কেন? আমরা আর কতদিন অপেক্ষা করব? যেকোনও মূল্যে আমাদের পরিস্রুত পানীয় জল সরবরাহ করতে হবে। আন্দোলনকারী সোমা হাজরা বলেন, যাদের টাকা আছে তারা জল কিনে খাচ্ছে। যাদের টাকা নেই তারা কী করবে? আমরা জল না পেলে রাস্তা থেকে উঠব না।এদিকে, জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়া প্রশাসনের টনক নড়ে। জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ অবরোধ তুলতে এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। কয়েক দফার চেষ্টার পর পুলিশ অবরোধ তোলে। এদিনের আন্দোলন উঠলে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রানিগঞ্জ, আসানসোলের একাংশেও পানীয় জল সংকট বাড়ছে। জল জীবন মিশনের প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শিল্পাঞ্চলে জল সংকট মিটত। কিন্তু কেন্দ্র এই প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়ায় সেই সম্ভাবনাও বিশবাঁও জলে। টাকা না পেয়ে বহু ক্ষেত্রেই ঠিকাদাররা কাজ বন্ধ করে দিয়েছেন বা অতি ঢিমেতালে কাজ হচ্ছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে শিল্পাঞ্চলের জল সংকট ভোটের ইশ্যু হয়ে উঠতে পারে। পানীয় জলের দাবিতে জামুড়িয়ার কুনোস্তুোরিয়ায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধে এলাকাবাসী।-নিজস্ব চিত্র