• সল্টলেকের বাড়িতেই হামলার শিকার প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়, আটক অভিযুক্ত যুবক, চলছে জেরা
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রবিবার রাতে সল্টলেকের বাড়িতে আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। অভিযোগ, এক সন্দেহভাজন যুবক তাঁর পিছু নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল। সে আচমকা জ্যোতিপ্রিয়বাবুর উপর হামলা চালায়। মারধর করে। বিধায়ক চেয়ারে পড়ে যান। তখন বাড়িতে থাকা অন্যান্য লোকজন ওই যুবককে ধরে ফেলে। পরে তাকে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনা চাউর হতেই ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। হামলাকারীর পরিচয় খুঁজে বের করছে পুলিশ। কেনই-বা সে হামলা চালাতে গেল, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, যুবকের কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে। তদন্ত শুরু হয়েছে।

    সল্টলেকের বি সি-২৪৪ ঠিকানায় জ্যোতিপ্রিয়বাবুর বাড়ি। প্রতিদিন বহু মানুষ সেখানে যাতায়াত করেন। আসেন তৃণমূল কংগ্রেস কর্মীরাও। এদিন রাত ৮টা নাগাদ ওই ঘটনার পর সকলে স্তম্ভিত হয়ে যান। কীভাবে ঘটল ওই হামলা? ঘটনার পর জ্যোতিপ্রিয়বাবু বলেন, ‘এদিন এসআইআর নিয়ে একটি কর্মসূচি ছিল। সেখানে আমি গিয়েছিলাম। কাজকর্ম সেরে রাত ৮টা নাগাদ আমার বাড়ির কাছে ফিরে আসি। বাড়ির পাহারায় একজন পুলিশকর্মী ছিলেন। তিনজন কর্মী ছিলেন বাড়ির ভিতরেও। তবে, খেলা থাকার জন্য কর্মীরা টিভির সামনে ছিলেন।’ তিনি বলেন, ‘আমি যখন বাড়িতে ঢুকি, ওই যুবকটি আমার পিছু নিয়ে ভিতরে ঢুকে পড়ে। আমি ওকে দেখেছিলাম। কিন্তু, ভেবেছিলাম, আমার বাড়িতে বোধহয় কোনও কাজে আসছে। ভিতরে ঢুকেই পিছন থেকে আচমকা আমাকে মারধর করল। আমি ধাক্কা খেয়ে সামনের একটি চেয়ারে পড়ে যাই। তারপর চিৎকার করি। বাড়িতে থাকা লোকজন সঙ্গে সঙ্গে ওকে ধরে ফেলে। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’ জ্যোতিপ্রিয়বাবু আরও বলেন, ‘ওই যুবকটি মারধর করার পর সে নিজেই বলছে, আমার বাড়ি হাবড়ার জয়গাছিতে! কেন হামলা, বুঝতে পারছি না। পুরো বিষয়টি আমি বিধাননগর উত্তর থানার আইসিকে জানিয়েছি।’  এক পুলিশ অফিসার বলেন, অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে জেরা করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)