নিজস্ব প্রতিনিধি, বরানগর: শনিবার জগদ্দলের গোলঘর পার্কের মাঠে আয়োজিত মেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায়। দমকলের দু’টি ইঞ্জিন ও পুলিশ প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে মেলার ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধন্দে রয়েছেন। নাশকতার আশঙ্কা করেছেন তাঁরা।
প্রত্যেক বছর ছটপুজোর দিন থেকে ঘোলঘর পার্কের মাঠে মেলার আয়োজন করা হয়। এবারও সেই আয়োজন হয়েছিল। প্রত্যেক দিন সন্ধ্যা নামলেই স্থানীয়রা সেখানে ভিড় জমাচ্ছিলেন। এদিন রাতে মেলা শেষ হওয়ার পর দোকানদাররা বিশ্রাম নিচ্ছিলেন। তখন আচমকা একটি দোকানে আগুন লাগে। দ্রুত তা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। তবে মেলার মাঠে দমকলের ইঞ্জিন থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়।
এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শম্ভু ঘোষ বলেন, আমার জুয়েলারির দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল সেটাই রহস্যের। প্রত্যেক রাতের মতো এদিনও মেইন সুইচ অফ করে ইলেকট্রিক লাইন বন্ধ করা ছিল। তাই শর্ট সার্কিট হতে পারে না। আরেক ক্ষতিগ্রস্ত দোকানদার বাপি ভক্ত বলেন, রাত আড়াইটের পর আগুন লাগার খবর পাই। এক দোকানদার আগুন নেভাতে গেলে কয়েকজন অপরিচিত তাঁকে ধাক্কাধাক্কি করেন। তাই আমাদের সন্দেহ, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগাতে পারেন।
রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ) গণেশ বিশ্বাস। তিনি বলেন, চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে আগুন লাগল, তা আমরা খতিয়ে দেখছি। মেলার মধ্যে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক টিমও সমস্ত কিছু খতিয়ে দেখছে।