• মধ্যমগ্রামে অন্তঃসত্ত্বাকে মারধর, গ্রেফতার মহিলার স্বামী সহ দু’জন
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। আক্রান্তের বাপের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে ওই বধূর স্বামী সহ দু’জনকে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। ধৃত স্বামীর নাম ইন্তাজ আলি। পুলিশ আকলিমা বিবি নামে আক্রান্ত বধূর প্রতিবেশী এক মহিলাকেও ধরেছে। রবিবার তাঁদের বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আর অসুস্থ অবস্থায় বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তঃসত্ত্বা মামুদা বিবি। ঘটনাটি মধ্যমগ্রাম থানার রোহন্ডা এলাকার।

    এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, ধৃত আকলিমার সঙ্গে ইন্তাজের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই এই ঘটনা বলেই দাবি বধূর বাপের বাড়ির সদস্যদের। জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা মামুদা বিবি শ্বশুরবাড়িতেই থাকতেন। অভিযোগ, বিয়ের পর থেকেই মামুদার দাম্পত্য জীবনে অশান্তি ছিল নিত্যদিনের। শনিবার বিষয়টি চরম আকার নেয়। এদিন দুপুরে বাড়ির টিউবওয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ায় জল আনার জন্য মামুদা স্বামী ইন্তাজকে অনুরোধ করেন। আর তা থেকেই শুরু হয় তর্কাতর্কি। সেই সময় প্রতিবেশী এক কিশোরী ও তার মা আকলিমা এসে মামুদার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, ওই প্রতিবেশী মহিলার সঙ্গেই মামুদার স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে। সেই কারণেই বারবার মামুদার সঙ্গে ঝামেলায় জড়াতেন ওই মহিলা। এদিন বচসার মাঝেই আচমকা প্রতিবেশী মহিলা বাঁশ এনে মামুদার পেটে আঘাত করেন বলে অভিযোগ পরিবারের। অন্তঃসত্ত্বা মামুদা গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মামুদাকে বারাসত মেডিকেল কলেজে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মামুদা।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। রাতে মামুদার পরিবারের পক্ষ থেকে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে প্রতিবেশী বধূ আকলিমা বিবি ও আক্রান্ত বধূর স্বামী ইন্তাজকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে মামুদার মা করিমন বিবি বলেন, জামাইয়ের সঙ্গে পাশের বাড়ির এক মহিলার সম্পর্ক ছিল। আর তা থেকেই অশান্তি হয়। এদিন সামান্য জল আনা নিয়ে বচসার সময় মেয়েকে মারধর করেন পাশের বাড়ির মহিলা ও তাঁর মেয়ে। আমরা চাই অভিযুক্তদের কঠোর শাস্তি।
  • Link to this news (বর্তমান)