• লক্ষ্য জনসংযোগ, ‘চায়ের চুমুকে উন্নয়নের গল্প’ ডায়মন্ডহারবারে
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল আমলে রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে। এ দাবি হামেশাই করেন দলের নেতা-কর্মীরা। এবার চায়ের কাপে তুফান তুলে সে উন্নয়নের খতিয়ান তুলে ধরবে তৃণমূল। বিধানসভা ভোট আসতে আরও কিছু মাস বাকি। তার আগে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতেই এই নয়া কর্মসূচি নিয়েছে ডায়মন্ডহারবার বিধানসভা। নাম দেওয়া হয়েছে, ‘চায়ের চুমুকে উন্নয়নের গল্প।’

    রবিবার ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লকের নুরপুরে অনুষ্ঠানের সূচনা হয়। ‘বিভিন্ন পাড়ায় গিয়ে শিবির করে চায়ে চুমুক দিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা চালাবেন ওই বিধানসভার তৃণমূলের নেতা-কর্মীরা। কোন মানুষের কি অসুবিধা আছে তা শুনবেন। দাবিদাওয়ার কথা ইত্যাদিও শুনবেন। এছাড়াও সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরবেন আমজনতার কাছে। এর পাশাপাশি বিরোধী দলগুলির ভূমিকাও জনসমক্ষে আনবেন তৃণমূলের নেতা-কর্মীরা।

    প্রথমদিনই শিবিরে এসে অনেক সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা তুলে ধরেন তৃণমূল নেতৃত্বের কাছে। শিবিরে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবারের পর্যবেক্ষক শামীম আহমেদ ও অন্যান্য নেতৃত্ব। ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করতেই এমন উদ্যোগ। এই অনুষ্ঠান বিধানসভা এলাকাজুড়ে চলবে। ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন বলেন, ‘সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি শুরু হয়েছে। জনসংযোগ বাড়াতেই এই উদ্যোগ। মানুষের কাছে সরকারের উন্নয়নের কাজ পৌঁছে দিতে দলের নেতা-কর্মীরা কাজ করবেন। এনআরসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভয়ানক ভীতি তৈরি করেছে বিজেপি, সে ভয়ও কাটানো হবে। সরকার যে মানুষের পাশে আছে সে কথাই তুলে ধরব আমরা।’ নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)