দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত সিভিক ভলান্টিয়ার সহ ২
বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দুই বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ার সহ দু’জনের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং বারুইপুর রোডে ধুলিরবাটি এলাকায়। মৃতদের নাম তাজউদ্দিন লস্কর (৩৬) ও সামসুদ্দিন শেখ (৪০)। তাজউদ্দিন ক্যানিং থানায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে, ওইদিন রাতে বাইকে করে ক্যানিং যাচ্ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। উল্টোদিক থেকে একটি দ্রুতগতিতে আসা অপর একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে ধাক্কা দেয় তাজের বাইককে। দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে খানিকটা দূরে গিয়ে পড়েছিলেন তাজ। রক্তাক্ত অবস্থায় দু’জনকেই ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সিভিক ভলান্টিয়ারকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসা শুরু হওয়ার পর রবিবার সকালে মৃত্যু হয় সামসুদ্দিনের। স্থানীয় বাসিন্দারা জানান, ওই রাস্তায় এমনিতেই আলো কম। তার উপরে বাইক ও অন্যান্য গাড়ি চলে অত্যন্ত দ্রুতগতিতে। শনিবার রাতেও একটি বাইকের বেপরোয়া গতির কারণে দু’জনের প্রাণ গেল। ফাইল চিত্র