আগ্নেয়াস্ত্র রাখতে না চাওয়ায় দুষ্কৃতীদের তাণ্ডব গার্ডেনরিচে, বন্দুকের বাট দিয়ে মারধর ব্যবসায়ীকে, গুলি করার চেষ্টা
বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপির অভিযোগ উঠেছে। পরিচিত এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র রাখতে বলেছিলেন কিছু দুষ্কৃতী। কিন্তু তিনি তা রাখতে না চাওয়ায় বন্দুকের বাট দিয়ে মারধরের পাশাপাশি গুলি করার চেষ্টাও হয় বলে খবর। কিন্তু গুলি না বেরনোয় অল্পের জন্য বাঁচেন ওই ব্যবসায়ী। ২৯ অক্টোবর রাতে ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ থানা এলাকার রামনগর রোডে। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে আবিদ হোসেন নামে এক অভিযুক্তকে। উদ্ধার করা হয়েছে একটি ম্যাগজিন। ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামনগর এলাকার বাসিন্দা কামালউদ্দিন ব্যবসা করেন। তাঁর সঙ্গে পরিচয় রয়েছে আবিদ, ওয়াহিদ ও সুব্রতি নামে এলাকার তিন যুবকের। এর মধ্যে আবিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক অভিযোগ রয়েছে বন্দর এলাকার বিভিন্ন থানায়। এমনকী বউবাজারেও তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। পাশাপাশি আবিদ বেআইনি আগ্নেয়াস্ত্র কেনাবেচার কারবারও চালান বলে জানা যাচ্ছে। তাঁর কাছে প্রচুর আগ্নেয়াস্ত্র রয়েছে বলে অভিযোগ। পুলিশ জেনেছে, ২৯ অক্টোবর তিনি অভিযোগকারী কামালউদ্দিনকে কিছু আগ্নেয়াস্ত্র রাখতে বলেন। কয়েকদিন পর সেগুলি নিয়ে যাবেন বলে জানান। নিজের কাছে আগ্নেয়াস্ত্র থাকলে পুলিশি তল্লাশি হতে পারে বলে আশঙ্কায় তিনি কামালউদ্দিনের কাছে এই আগ্নেয়াস্ত্রগুলি রাখতে চেয়েছিলেন। কিন্তু কামালউদ্দিন তাতে রাজি হননি। এই নিয়ে তাঁর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় অভিযোগকারীর। অভিযোগ, সেই সময়ে আবিদ ও তাঁর সঙ্গীরা কামালউদ্দিনকে ঘিরে ধরেন। প্রকাশ্য রাস্তায় আবিদ আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলেও অভিযোগ। ওই অবস্থায় সুব্রতি বলে আরও এক অভিযুক্ত তাঁকে তাক করে গুলি ছোঁড়ার চেষ্টা করেন। কিন্তু কোনও কারণে বন্দুক থেকে গুলি বেরয়নি। অল্পের জন্য প্রাণে বাঁচেন কামালউদ্দিন। সেখান কোনওক্রমে পালিয়ে গিয়ে তিনি গার্ডেনরিচ থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ বন্দুকের বাট দিয়ে মারধর, গুলি চালানো সহ একাধিক ধারায় কেস রুজু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আবিদ সহ বাকিরা ঘটনার সময় ছিলেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখেও জানা যায় যে, অভিযোগকারীকে মারধর করা হয়েছে। শনিবার রাতে আবিদের এলাকায় আসার পর খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে রামনগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন উদ্ধার হয়। বাকিদের খোঁজ চলছে।