নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরশুনা এলাকায় একটি মন্দিরে চুরির কিনারা করল পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে কৃষ্ণমোহন জয়সওয়াল ও রোহেল সরকার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে সরশুনা থানা। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রীর একাংশ।
পারিবারিক ওই কালীমন্দিরে কয়েকদিন আগে চুরি যায় ঠাকুরের সোনার অলঙ্কার। ওই মন্দিরটি দেখভালের দায়িত্বে থাকা দিয়া ঘোষের তরফে অভিযোগ করা হয় সরশুনা থানায়। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তকারী অফিসার রাহুল মাঝি তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। সেখান থেকে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। জানা যায় তাঁরা পর্ণশ্রী এলাকার বাসিন্দা। দুজনেই নেশাগ্রস্ত। নেশার টাকা জোগাড় করতেই চুরি করে বেড়ান বিভিন্ন জায়গায়।
এরপর পর্ণশ্রী এলাকায় হানা দিয়ে দুই অভিযুক্তকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে কিছু চোরাই অলঙ্কার উদ্ধার হয়। তাঁদের জেরা করে জানা গিয়েছে, চুরির অলঙ্কার তাঁরা একটি জুয়েলারি দোকানে বিক্রি করেছেন। ওই দোকানটি শনাক্ত করার চেষ্টা হচ্ছে।