অবশেষে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। ঘরের মাঠে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হরমনপ্রীত কৌরেরা। জয়ে বড় অবদান রয়েছে বাংলার রিচা ঘোষের। ঘরের মেয়ের সাফল্যে মেতেছে তাঁর শহর শিলিগুড়িও। ম্যাচ শেষ হওয়ার পর মধ্যরাতেই পথে নেমে উদ্যাপন করলেন শহরবাসী। ভারতের জয় এবং রিচার সাফল্য— দুই মিলিয়ে উচ্ছ্বসিত সকলে।
শিলিগুড়ির মেয়ের হাত ধরে বাঙালি প্রথম বার ক্রিকেট বিশ্বকাপ হাতে ছুঁয়ে দেখল। রবিবার রাতে খেলা শেষ হতেই উৎসবে মাতলেন শিলিগুড়িবাসী। শহরের বিভিন্ন এলাকার মানুষ ভারতের পতাকা হাতে রাস্তায় বেরিয়ে পড়েন। ভারতের জয়জয়কার এবং রিচার প্রশংসা সকালের মুখে শোনা যায়। সঙ্গে পোড়ানো হয় বাজিও। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। জাতীয় পতাকা নিয়ে জয়ধ্বনি চলতে থাকে রাস্তা জুড়ে। সকলে রিচাকে শুভেচ্ছা জানান। যদিও রিচার পরিবার এখন মুম্বইয়ে। মেয়ের সঙ্গেই তাঁর জয় উপভোগ করছেন তাঁরা। এ দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রিচা ২৪ বলে ৩৪ রান করেন। ৩টে বাউন্ডারি এবং দু’টি ছক্কা হাঁকান তিনি। পরে উইকেটের পিছনে একটি ভাল ক্যাচও ধরেন দলের উইকেটরক্ষক।
রিচার এটিই প্রথম বিশ্বকাপ। এই প্রতিযোগিতায় আট ইনিংসে মোট ২৩৫ রান করেছেন তিনি। লিগ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই এসেছিল তাঁর সেরা ইনিংস। আট নম্বরে নেমে ৭৭ বলে ৯৪ রানের ইনিংস খেলেন রিচা। তাঁর ১১ চার ও ৪ ছক্কার এই ইনিংস বহু দিন মনে থেকে যাবে ক্রিকেটপ্রেমীদের। যদিও সেই ম্যাচটি ভারত জিততে পারেনি। সেই আক্ষেপ ফাইনালে মিটিয়েছেন রিচা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই শেষ হাসি হেসেছে হরমনপ্রীত বাহিনী।