নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের নতুন করে নিজেদের এটিএমগুলি চালু করার উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। এসব এটিএমে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের এখন থেকে আর কোনও চার্জ বা খরচ দিতে হবে না। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে ডাক বিভাগ। তবে পোস্ট অফিস ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএমগুলির ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হয়েছে চার্জ। এতদিন ডাক বিভাগের বাইরের অন্যান্য এটিএমগুলির মধ্যে মেট্রো শহরগুলিতে মাসে তিনটি করে আর্থিক লেনদেন বিনামূল্যে পাওয়া যেত। অন্যান্য এলাকায় পাঁচটি লেনদেন করা যেত বিনামূল্যে। এর বেশি লেনদেনের ক্ষেত্রে প্রতিটির জন্য ২০ টাকা চার্জ মেটাতে হতো। বর্তমানে মেট্রো শহর ও অন্যান্য এলাকায় বিনামূল্যে আর্থিক লেনদেনের সংখ্যা স্থির রাখা হলেও, তার উপর চার্জ ৩ টাকা বাড়িয়ে ২৩ টাকা করা হয়েছে। এতদিন আর্থিক লেনদেন ছাড়া এটিএমের অন্যান্য পরিষেবার ক্ষেত্রে (ব্যালান্স জানা বা মিনি স্টেটমেন্টের মতো পরিষেবা) মেট্রো শহরগুলিতে তিনটি ও অন্যান্য জায়গায় পাঁচটি পরিষেবা বিনামূল্যে মিলত। পরবর্তী পরিষেবার জন্য প্রতিটির খরচ ছিল আট টাকা। এখন তা বাড়িয়ে ১১ টাকা করা হয়েছে। এরই সঙ্গে প্রতিটি চার্জের উপর ১৮ শতাংশ হারে জিএসটি ধার্য হবে। অন্যদিকে, ডাক বিভাগের নিজস্ব এটিএমগুলিতে পাঁচটি আর্থিক লেনদেন ও পাঁচটি অন্যান্য পরিষেবা বিনামূল্যে মিলত। তার পরের প্রতিটি ক্ষেত্রে মেটাতে হতো টাকা। আর্থিক লেনদেনের খরচ ছিল ১০ টাকা ও অন্যান্য পরিষেবার খরচ ছিল ৫ টাকা। বর্তমানে এই চার্জগুলি মকুব করা হয়েছে। ১ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর করেছে ডাক বিভাগ।