‘অযোগ্য’ শিক্ষক ও শিক্ষাকর্মীরা নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই ‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। আজ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করবে SSC। এ দিন থেকেই শিক্ষাকর্মীদের নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে।
রবিবার বিহার বিধানসভা নির্বাচনে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন প্রচারে ঝড় তোলেন রাহুল গান্ধীও।সোমবার বিহারে জনসভা করার কথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের।BJP-JDU কে নিয়ে জনসভা থেকে খাড়্গে কী বলেন সেই দিকে থাকবে নজর।
সন্দেশখালিতে জোর করে জমি দখল, চাষের জমিতে নোনাজল ঢুকিয়ে দিয়ে সেখানে ভেড়ি বানানো-সহ নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ ছিল দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে । সাধারণ মানুষ বছরের পর বছর তাদের উপর চলতে থাকা নির্যাতনের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন । তারপর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হন শেখ শাহজাহান। এ দিন শেখ শাহজাহানের জামিনের আর্জির শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।
সোমবার দিল্লিতে এমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভ (ESTIC) ২০২৫-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের গবেষণা ও উন্নয়ন ইকোসিস্টেমকে বড় উৎসাহ দিতে, প্রধানমন্ত্রী ১ লক্ষ কোটি টাকার রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন (RDI) স্কিম ফান্ড চালু করবেন।এই প্রকল্পের মোট ব্যয় ৬ বছরে ১ লক্ষ কোটি টাকা, যার মধ্যে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ২০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।এই তহবিলের লক্ষ হলো ৬ বছরে কম সুদে ঋণ দিয়ে বেসরকারি ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নকে উৎসাহিত করা।
রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনে ত্রিপুরার বিরুদ্ধে বাংলার রান ৯ উইকেটে ৩৩৬। সুদীপ কুমার ঘরামি ১০৮ ও শাকির হাবিব গান্ধী ৯৫ রান করেছেন। ত্রিপুরায় বাংলার ইনিংস শেষের পরে সোমবার নজরে বোলিং। এ ছাড়াও রঞ্জির এলিট ও প্লেট গ্রুপের বাকি ম্যাচগুলোর দিকেও নজর থাকবে।