• দায়িত্ব পালন না করলে পদ ছাড়ুন মহিলা নেত্রীরা, হুঁশিয়ারি বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের
    এই সময় | ০৩ নভেম্বর ২০২৫
  • এই সময়, রামপুরহাট: 'যাঁরা নিজের দায়িত্ব পালন করছেন না, সেই সমস্ত মহিলাদের ভোটে প্রার্থী হওয়া উচিত নয়। স্বামী, ভাই, শ্বশুরকে দিয়ে পঞ্চায়েতের কাজ চালানো যাবে না।' রবিবার বীরভূমের তারাপীঠে রামপুরহাট-২ ব্লকে তৃণমূলের মহিলাকর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কড়া সমালোচনা শোনা গেল বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের মুখে।

    সামনে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই রাজ্যে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা 'সার'। এই অবস্থায় জনসংযোগ বাড়াতে রবিবার তারাপীঠ সংলগ্ন একটি সভাকক্ষে ওই কর্মী সম্মেলনের ডাক দিয়েছিলেন সামনে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই রাজ্যে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা 'সার'। এই অবস্থায় জনসংযোগ বাড়াতে রবিবার তারাপীঠ সংলগ্ন একটি সভাকক্ষে ওই কর্মী সম্মেলনের ডাক দিয়েছিলেন সেখানেই মহিলাদের পঞ্চায়েতে নিজেদের দায়িত্ব পালনের কথা তুলে ধরেন শতাব্দী। বলেন, 'প্রচুর পঞ্চায়েতে মহিলারাই সদস্যা এবং প্রধান। কিন্তু তাঁদের ক'জন নিজে পঞ্চায়েতে গিয়ে মানুষের জন্য কাজ করেন? বেশিরভাগ ক্ষেত্রে তাঁর স্বামী, ভাই কিংবা শ্বশুর এসে কাজ করেন। এটা ঠিক নয়। আপনাকে সাধারণ মানুষ যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা যথাযথ ভাবে ব্যবহার করুন, অপব্যবহার নয়।'

    দলের মহিলা নেত্রীদের শতাব্দীর পরামর্শ, 'যে চেয়ারের দায়িত্ব পেয়েছেন সেটা জানুন, শিখুন। অনেক পঞ্চায়েত সদস্যা নিজের এলাকার তথ্যই জানেন না। একবার ভোটে এক মহিলা প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে দেখি মহিলা নেই, তাঁর স্বামী আমার সঙ্গে ঘুরছেন। প্রার্থী কোথায় জিজ্ঞেস করতেই স্বামী জানালেন বউ বাড়িতে রুটি বানাচ্ছে। যাঁরা পারবেন না, তাঁরা ভোটে দাঁড়াবেন না। যাঁরা নিজে কাজ করতে পারবেন, তাঁদের সামনে নিয়ে আসুন।' তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়নের পক্ষে। তাই তিনি সবচেয়ে বেশি মহিলাকে সাংসদ করে পার্লামেন্টে পাঠিয়েছেন।

    জেলার ১৬৭টির মধ্যে সিংহভাগ পঞ্চায়েতের দখল নিয়েছে তৃণমূল। সেখানে বহু পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান পদে রয়েছেন এলাকার দাপুটে তৃণমূল নেতার স্ত্রী। শতাব্দীর অভিযোগ, যাঁরা হাতে-গোনা কয়েক দিন পঞ্চায়েতের অফিসে যান। ফলে তৃণমূলের মহিলা নেত্রী তৈরি হয়নি বীরভূমে।

    শতাব্দীর এই বক্তব্যের নিরিখে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার দাবি, 'তৃণমূলের আসল রূপ শতাব্দীর কথায় প্রকাশ পেয়ে গিয়েছে। বকলমে পঞ্চায়েত চলে, এ বার তা প্রকাশ্যে এসেছে।' এ দিন তৃণমূলের সভায় চন্দ্রিমা বলেন, 'পাঁচ রাজ্যে ভোট হচ্ছে। বিজেপি শাসিত অসমকে বাদ দিয়ে চার রাজ্যে সার হচ্ছে। এটাই বিজেপির চক্রান্ত। বাংলাদেশের নাগরিক কি শুধু পশ্চিমবঙ্গেই ঢুকেছে? মায়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত প্রাচীর আছে। কিন্তু বাংলার সঙ্গে নেই। তা হলে বাংলায় কী ভাবে রোহিঙ্গা ঢুকল? এ সব করে তৃণমূলকে হারানো যাবে না।'

  • Link to this news (এই সময়)