সোমের সকালেই ফের সক্রিয় ইডি। এ বার জেলায় অ্যাকশন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট-এর। সাত সকালে নদিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। নদিয়ার চাকদার বনগাঁ রোডে অবস্থিত এই ব্যবসায়ীর বাড়ি। তাঁর নাম বিপ্লব সরকার।
ইডি সূত্রে খবর, জাল পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে এই বিপ্লব সরকারের বিরুদ্ধে। আর সে বিষয়েই তদন্ত করতে ইডি আধিকারিকরা এ দিন হানা দিয়েছে তাঁর বাড়িতে।
রাজ্যজুড়ে SIR আবহে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানানোর অভিযোগ উঠেছিল নদিয়ার এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তারও করে ইডি। আর সেই কেসের সূত্রেই তদন্ত করতেই চাকদা বনগাঁ রোডে এই বিপ্লব সরকারের বাড়িতে এ দিন সকালে হানা ইডির বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ইডি আধিকারিকেরা বাড়ির গেট বন্ধ করে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন নথি সংগ্রহ করছে। একইসঙ্গে চলছে জিজ্ঞাসাবাদ। সূত্র মারফত জানা গিয়েছে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে বিপ্লব সরকারের পাসপোর্ট-সহ বিভিন্ন নথি।