• সরকারি বাসে ধাক্কা ট্রাকের! ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ২০
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
  • হায়দরাবাদ, ৩ নভেম্বর: ভয়াবহ বললেও কম বলা হবে। বড়সড় দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ২০ জনের। আজ, সোমবার সকালে তেলেঙ্গানার রঙ্গারেড্ডির খানাপুর গেটের কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সরকারি বাসের। ওই বাসেই ছিলেন প্রায় ৭০ জন যাত্রী। স্থানীয় সূত্রে খবর, ট্রাকটি রাস্তার ভুল দিক দিয়ে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা সরকারি বাসে সোজা গিয়ে ধাক্কা মারে সেটি। এই দুর্ঘটনার ফলে কমপক্ষে ২০ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। জখম ২০-এর বেশি। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল, রবিবার রাতে রাজস্থানের যোধপুরের ফালোদি জেলার মাতোড়া গ্রামে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রেলারে ধাক্কা মারে একটি বাস। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ পুণ্যার্থীর। তারপরেই দেশের অন্য প্রান্তে তেলেঙ্গানায় এই ভয়াবহ দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাস্থলেই কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়েই তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের যেতে নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। পুলিশ সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ জখম হওয়া বাসযাত্রীদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। সঙ্গে জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী। 
  • Link to this news (বর্তমান)