অগ্নিমূল্য সবজি, সমস্যা সমাধানে ন্যায্যমূল্যের দোকান খুলল কৃষি বিপণন দপ্তর
বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুর্যোগের জেরে জলপাইগুড়ির বাজারে সবজির আকাল। দাম আগুন। ন্যায্যমূল্যের দোকান খুলল কৃষি বিপণন দপ্তর। আজ, সোমবার সকালে জলপাইগুড়ি শহরের বয়েলখানা ও ইন্দিরা কলোনির বাজারে সুফল বাংলার গাড়িতে ভ্রাম্যমাণ সবজি বাজার খোলা হয়েছে। বাজারের থেকে অনেকটাই কম দামে সবজি পেতে ক্রেতাদের ভিড় আছড়ে পড়ে সুফল বাংলার গাড়ির সামনে। বাজারে সবজির দাম স্থিতিশীল না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ বাজার চালু থাকবে বলে কৃষি বিপণন দপ্তরের তরফে জানানো হয়েছে। এমনিতেই গত ৫ অক্টোবর বন্যার জেরে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় চাষের ক্ষতি হয়েছে। তার উপর মন-থা’র জেরে বৃষ্টিতে পাকা ধান ও সবজির প্রচুর ক্ষতি হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টম্যাটো খেত জলমগ্ন হয়ে পড়ায় নষ্ট হয়ে গিয়েছে ফসল। স্বাভাবিকভাবেই বাজারে টান পড়েছে সবজির জোগানে। এর জেরে দাম চড়ছে। ফলে বাজার করতে এসে সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতাদের। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভ্রাম্যমাণ সবজি বাজার চালু করা হল বলে জানিয়েছেন জলপাইগুড়ির সহকারি কৃষি বিপণন অধিকর্তা দেবাঞ্জন পালিত।