• হরিদেবপুরে শ্যুটআউট! মহিলাকে লক্ষ্য করে গুলি চালাল এক ব্যক্তি, নেপথ্যে পরকীয়া? তদন্তে পুলিশ
    বর্তমান | ০৩ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত সকালেই হরিদেবপুরে শ্যুটআউট! যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক মহিলা। তাঁর নাম মৌসুমি হালদার(৩৮)। প্রথমে জানা যায়, দু’জন দুষ্কৃতী বাইকে করে এসে মৌসুমিকে লক্ষ্য করে গুলি চালিয়ে চলে যায়। গুলিবিদ্ধ অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে একটি সরকারি হাসপাতালে। তদন্তে নেমে পুলিশ জেনেছে, মৌসুমিকে লক্ষ্য করে যে গুলি চালিয়েছে সেই ব্যক্তির সঙ্গেই অবৈধ সম্পর্ক ছিল মৌসুমির। প্রায় ন’বছর আগে ওই ব্যক্তির স্ত্রী মারা যায়। তারপরেই মৌসুমির সঙ্গে তিনবছর আগে থেকে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত। ওই মহিলার এক ছেলেও রয়েছে বলে জানা গিয়েছে।সূত্রের খবর, এমনকি মৌসুমিকে বিয়েও করেন অভিযুক্ত। বিয়ে করার পরেই মৌসুমির সঙ্গে অশান্তি শুরু হয় তার। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। এই নিয়ে দু’জনের মধ্যে গোলমাল শুরু হয়। গতকাল, রবিবার রাতে মৌসুমির সঙ্গে ওই ব্যক্তির চরম অশান্তি হয়। এরপর মৌসুমি আজ, সোমবার সকালে মর্নিং ওয়াকে বেরোলে তাঁকে ধাওয়া করে অভিযুক্ত। বাইকে করে গিয়ে মৌসুমিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। পরকীয়া সন্দেহেই গোটা ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।  
  • Link to this news (বর্তমান)