• শীতের পথে কাঁটা নিম্নচাপ! কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
    প্রতিদিন | ০৩ নভেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: ভোর কিংবা সকালের দিকে হালকা ঠান্ডা। কোথাও কোথাও হালকা কুয়াশা। কিন্তু তারপরেই উধাও সেই আমেজ। দক্ষিণবঙ্গে শীতের পথে কাঁটা হয়ে উঠছে নতুন করে তৈরি নিম্নচাপ! এমনই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। ফলে এখনই পারদ পতন নয়। বরং সপ্তাহের মধ্যভাগ থেকে ফের বৃষ্টির আশঙ্কা। শুক্রবারের পর ফের হাওয়া বদল। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা। উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং, কালিম্পংয়ে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে একটানা শুষ্ক আবহাওয়া।

    আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ অবস্থান করছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী ৪৮ ঘণ্টায় এর অবস্থান হবে বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমার উপকূলে। মায়ানমার-বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তরের। বুধবার পর্যন্ত জারি এই নিষেধাজ্ঞা।

    দক্ষিণবঙ্গে সোম ও মঙ্গলবার মূলত পরিষ্কার শুষ্ক আবহাওয়া, মূলত পরিষ্কার আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে বুধবার ও বৃহস্পতিবারে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। বুধবার বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুক্রবারেও হালকা বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। শনিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া।

    উত্তরবঙ্গে সোমবারও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মূলত পরিষ্কার আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া।
    কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। পরে পরিষ্কার আকাশ। মঙ্গল থেকে রৌদ্রজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৪ থেকে ৯০ শতাংশ।
  • Link to this news (প্রতিদিন)